।। প্রথম কলকাতা ।।
Buses Banned : শহরে যানজটকে নিয়ন্ত্রণ করার জন্য নয়া উদ্যোগ বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের। অফিসগামী যাত্রীদের যানজট সৃষ্টি হওয়ার আগেই স্কুলবাসগুলিকে স্কুলে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে সকাল সাড়ে আটটার পর কোন স্কুল বাস রাস্তায় চলাচল করবে না। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, নবনিযুক্ত বেঙ্গালুরুর ট্রাফিক কমিশনার আইপিএস এমএ সেলিমের নির্দেশে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আগামী দিনে ট্রাফিক পুলিশরা এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছেন। ৮ টা ১৫ নাগাদ সকালে ছাত্র-ছাত্রীদের স্কুলে নামানোর পর কোন বাস যদি স্কুলের কাছেই পার্ক করা হয় তবে সেই বাসগুলিকে জরিমানা করা হবে। কোনভাবেই কুলের কাছে ছাত্রছাত্রী নামানোর পর বাস গুলি দাঁড়াতে পারবে না। আর এই নির্দেশ লঙ্ঘনকারীদের জরিমানা দিতে হবে।।
বেঙ্গালুরুর এক ট্রাফিক পুলিশ জানান, ইতিমধ্যেই সেখানকার বিভিন্ন স্কুল গুলির ম্যানেজমেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লাস শুরু হওয়ার সময় এগিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাচ্চারা যাতে প্রতিদিন সকালে একেবারে নিরাপদে স্কুলে গিয়ে পৌঁছাতে পারে তার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট।
অভিভাবকদের জন্যও নয়া নির্দেশিকা জারি করতে চলেছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ। তাদেরকে নির্দিষ্ট দুটি জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। যেখানে তাঁরা নিজেদের ছেলে-মেয়েকে স্কুলে নামিয়ে যেতে পারবেন এবং সেখান থেকেই আবার নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে মেন রোডের ওপরে অভিভাবকদের গাড়ি রাখার বিষয়টি এড়ানো যাবে। এতে যানজট অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে । পূর্বে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে দেখা গিয়েছে স্কুল গুলির বাইরে স্কুলের বাস সারাদিন ধরে দাঁড়িয়ে থাকে। যার ফলে রাস্তার বেশ খানিকটা অংশ অবরুদ্ধ হয়ে যায়। যার ফলস্বরূপ বড় অ্যাক্সিডেন্টও ঘটতে দেখা গিয়েছে।
মূলত এই বিষয়গুলি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে রেসিডেন্সি রোড, রিচমন্ড রোড ফ্লাইওভার থেকে ব্রিগেড রোড, এইচএসআর লেআউট এবং আরও বেশ কয়েকটি এলাকায় । তাই বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে তাদের ক্যাম্পাসের ভেতরে বাস দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিতে বিশেষ নজরদারি রয়েছে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম