।। প্রথম কলকাতা ।।
Black Neck: কালো ঘাড়ের কারণে অনেক সময় ডিপ নেকের পছন্দের পোশাক পরতে পারেন না অনেকেই। বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করার পরেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না? কিছু সহজ ঘরোয়া প্রতিকারের সাহায্যে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এর থেকে। ঘার বা গলার ত্বক কালো হয়ে যাওয়া বা কালো ছোপ পড়া অনেকের কাছে খুব অস্বস্তিকর একটি সমস্যা। কিন্তু কেন এই সমস্যা হয়?
চিকিৎসকরা বলছেন এর পিছনে মূলত দুটি কারণ। প্রথমত তীব্র সূর্যালোক এবং দ্বিতীয়ত দূষণ। এই দুটি কারণেই এই এলাকার ত্বক কালো হয়ে যায়। এর পাশাপাশি ত্বকের অন্য সমস্যাও থাকতে পারে। সেটি ভালো করে পরীক্ষা করে বলতে পারেন চিকিৎসকরা। ঘাড়ের কালো দাগ দূর করতে লেবু ও বেসন দিয়ে পেস্ট লাগাতে পারেন। এক চা চামচ বেসনের মধ্যে আধ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। যে পেস্টটি তৈরি হবে সেটি একটু শুকিয়ে নিন। এটি আপনার ঘাড়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রাখুন। এরপরে পরিষ্কার জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই পেসটি লাগান।
লেবু ও হলুদ ঘাড়ের কালো দাগ দূর করতে পারে। এটি খুব নিরাপদ ত্বকের জন্য ভালো। লেবুর রসে এক চিমটি হলুদ যোগ করে নিন। একটি পেস্ট বানিয়ে নিন। পেসটি অল্প শুকিয়ে গেলে ঘাড়ে বা গলার কালো ত্বকের উপর লাগাতে হবে। 15 মিনিট রাখার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
প্রায়শই আমরা দেখতে পাই অনেকের ঘাড়ের রং মুখের থেকে আলাদা। তাদের মুখ অনেক উজ্জ্বল হওয়া সত্ত্বেও নোংরা ঘাড়ের চেহারার কারণে চোখ চলে যায় সেদিকেই।
গাঢ় ঘারের কারণে অনেক সময় ডিপ-নেকের পছন্দের পোশাক পরতে পারেন না অনেকেই। যতই মেকআপ করুন না কেন ঘাড়ের অস্বস্তি লুকানো থাকে না। বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করার পরও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না।
তার জন্য আরো কিছু ঘরোয়া উপায় আপনাদের বলবো আমরা। অনেক সময় ঘাড়ের কালো দাগ হাইপার পিগমেন্টেশনের কারণে ঘটে। মেলানিন নামক একটি হরমোন ত্বকের রঙের গারত্বের জন্য দায়ী। বেশি পরিমাণে মেলানিনের কারণে ত্বকের রং কালো হয়। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে লাগালে ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া উঠে যায়। যার কারণে ঘাড় পরিষ্কার উজ্জ্বল হয়।
অ্যালোভেরা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। লেবুর রসের সঙ্গে এলোভেরা মিশিয়ে ত্বকের প্যাক তৈরি করতে পারেন। অ্যালোভেরা জেল এর সঙ্গে মধু গোলাপজল এবং লেবুর রস মিশিয়ে তাতে হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি ঘাড়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ঘার ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার লাগালে ঘাড় খুব পরিষ্কার হবেই।
টমেটো ত্বকে লাগানো উপকার। টমেটো কে ওট ময়দা এবং দুধের সঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এটি ঘাড়ে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো উড মিলের পেস্ট সপ্তাহে তিনবার ব্যবহার করা যেতেই পারে। তবে আমরা যেগুলি বললাম সেগুলি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া প্রতিকার এবং সাধারণ তথ্যের উপর ভিত্তি করে। এই উপাদান গুলি লাগানোর পরেও যদি আপনার ঘাড়ের কালো চোখ দূর না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম