।। প্রথম কলকাতা ।।
Paresh Rawal: গুজরাটে বিজেপির হয়ে প্রচার চালাতে গিয়ে বাঙালিদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেতা পরেশ রাওয়াল। এমনটাই বলা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। যার পর বিভিন্ন রাজনৈতিক দল তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এমনকী অভিনেতার বিরুদ্ধে কলকাতার তালতলা থানায় এফআইআর করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কিন্তু ঘটনাটা ঠিক কী ঘটেছিল?
‘NDTV’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক সমাবেশে পরেশ রাওয়াল বলেছেন যে গুজরাটের জনগণ মুদ্রাস্ফীতি সহ্য করবে, কিন্তু রোহিঙ্গা ও বাংলাদেশিদের বাড়ির পাশে থাকা নয়। সেইসঙ্গে ‘মাছ রান্না’ প্রসঙ্গে স্টেরিওটাইপ মন্তব্য করে বাঙালিদের রাগ বাড়িয়ে দেন অভিনেতা। প্রসঙ্গে পুলিশের কাছে চিঠিতে মহম্মদ সেলিম বলেছেন, রাজ্যের সীমানার বাইরে বিপুল সংখ্যক বাঙালি বসবাস করে। পরেশ রাওয়ালের করা জঘন্য মন্তব্য তাঁদের অনেকের ওপর প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
রিপোর্ট অনুযায়ী, সেলিম চান অভিনেতাকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হোক। বাঙালিদের নিয়ে পরেশ রাওয়ালের মন্তব্য পশ্চিমবঙ্গে একপ্রকার ঝড় তুলেছে। যদিও প্রবীণ অভিনেতা ক্ষমা চেয়েছেন, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বিতর্কে মুখে পড়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান অভিনেতা। তাঁর কথায়, তিনি বাঙালি বলতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছেন। কিন্তু যদি তাঁর এই মন্তব্য কারোর ভাবাবেগে আঘাত করে, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
অনেকেই অভিনেতার মন্তব্যকে বাঙালিদের ওপর আক্রমণ করা ‘ঘৃণাত্মক বক্তব্য’ হিসেবে দেখেছেন। আবার কেউ এটিকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জেনোফোবিক ডগ-হুইসলিং’ হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদন অনুযায়ী, প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘আবারও হিংসা, ঘৃণা এবং বিভাজনের রাজনীতি প্রকাশ্যে এসেছে। প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল যিনি বিজেপির একজন সদস্য, বাঙালিদের জন্য মাছ রান্না করার বিষয়ে মন্তব্য করেছেন। আমি মনে করি এটি ছিল একেবারেই অস্বস্তিকর একটি মন্তব্য। বিজেপি এবং কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম এবং মূল্যস্ফীতিও মোকাবিলা করতে পারছে না। কিন্তু বাঙালিদের এবং তাদের মাছ খাওয়ার অভ্যাসের দিকে আঙুল তুলছে’।
পাশাপাশি তাঁর বক্তব্য, ‘আপনি এখন বাংলাকে টার্গেট করছেন। কারণ সবাই মনে রেখেছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে আপনি জিততে পারেননি। আপনি এখনও পরাজয় হজম করতে পারেন নি। তাই এখন আপনি আক্রমণ করছেন। বাংলার মানুষ এটি কোনওভাবেই মেনে নেবে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবারও এই ধরনের মন্তব্যের নিন্দা জানায়’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম