।। প্রথম কলকাতা ।।
Panchayat-Season 3: কেউ পেলেন ৫ লাখ তো কারও ঝুলিতে ৫০ হাজার। ‘পঞ্চায়েত সিজন থ্রী’তে কার পারিশ্রমিক কত? সচিবজি, প্রধানজিদের আয় জানলে চমকে যাবেন। জিতু ভাইয়া কত টাকা পারিশ্রমিক পেলেন জানেন? সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে, জানেন সেটা? চমকে দেবে টাকার অঙ্কটা। ফাঁস হল পঞ্চায়েত সিজন থ্রীর অভিনেতাদের পারিশ্রমিকের হিসেব। তাহলে আর দেরি কেন, চলুন এক ঝলকে জানিয়ে দেওয়া যাক সবটা।
ভারতের প্রত্যন্ত গ্রামীণ জীবনের আস্ত একটা পাঠ ‘পঞ্চায়েত’। সিজন ওয়ান থেকে থ্রী, প্রতিটিতেই ক্রমশ পরিণত হয়েছে ফুলেরা গ্রাম। হাসি, রোম্যান্স, কান্না, সবকিছু মিলিয়েই পঞ্চায়েত সিজন থ্রী ফের একবার সুপারহিট। এমন একটা সিরিজে অভিনয় করার জন্য জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তারা কত পারিশ্রমিক নিয়েছেন, জানতে ইচ্ছে করেনা? এই সিরিজের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা কে জানেন? টাকার অঙ্কটা শুনলে সত্যিই চমকে উঠবেন।
জিতেন্দ্র কুমার
এটি এমন একটা সিরিজ যেখানে প্রধান চরিত্র বা পার্শ্ব চরিত্র বলে কিছু নেই। অর্থাৎ প্রত্যেকের চরিত্রই এতটা সাবলীল যে, সকলেই সমান প্রশংসার দাবিদার। যেমন সচিবজির ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। কোটা ফ্যাক্টরির দৌলতে তিনি জিতু ভাইয়া বলেও পরিচিত। শোনা যাচ্ছে, আইআইটি খড়গপুরের ছাত্র জিতু এই সিজনের প্রতিটি এপিসোড পিছু নিয়েছেন ৭০ হাজার টাকা। সেই অর্থে তার গোটা সিজনের পারিশ্রমিক ৫ লক্ষ ৬০ হাজার টাকা। তিনিই এই সিরিজের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা।
নীনা গুপ্তা
ব্রিজভূষণ দুবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। শান্ত অথচ বলিষ্ঠ এই চরিত্রের জন্য নীনার চেয়ে ভালো কেউ হতে পারত বলে সত্যিই মনে হয়না। শোনা যাচ্ছে এই চরিত্রটির জন্য এপিসোড পিছু ৫০ হাজার করে দিয়েছেন অভিনেত্রী। সেই হিসেবে তার মোট আয় ৪ লক্ষ টাকা।
রঘুবীর যাদব
ব্রিজভূষণ দুবের চরিত্রে রঘুবীর যাদবও একেবারে অনবদ্য। তিনি পোড় খাওয়া অভিনেতা। তার অভিনয় দক্ষতা নিয়ে এই পরিসরে আর আলাদা করে বলার কিছু নেই। টিপিক্যাল মেল ইগো নিয়েও যে স্ত্রীকে ভয় পাওয়া যায়, সেটা বড্ড সুন্দর ফুটিয়ে তুলেছেন তিনি। এমনটাই তো আমাদের বাস্তবেও হয়, তাই না? শোনা যাচ্ছে, এপিসোড পিছু তিনি নিয়েছেন ৪০ হাজার টাকা। সেই অর্থে তার মোট কামাই হল ৩ লক্ষ ২০ হাজার টাকা।
চন্দন রায়
যার কথা না বললেই নয়, সে হচ্ছে বিকাশ। গোটা সিজন জুড়েই অদ্ভুত এক সারল্য ছড়িয়ে রাখলেন তিনি। সচিবজির সহকারি বিকাশের চরিত্রটিতে অভিনয় করেছেন চন্দন রায়। বলিউড সূত্রে জানা গেছে, এই সিজনে প্রতি এপিসোডের জন্য চন্দন রায়কে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা। অর্থাৎ সর্বসাকুল্যে তার মোট আয় ১ লক্ষ ৬০ হাজার টাকা।
এখানে বলে রাখা ভালো যে, এই সমস্ত কিন্তু ইন্টারনেট থেকে প্রাপ্ত। তবে সিজন থ্রীর শো স্টপার কিন্তু ‘প্রহ্লাদচাচা’। এক সন্তানহারা পিতা তিনি। হাহাকার বুকে নিয়ে যেভাবে নিজের দায়িত্বে অবিচল থেকেছেন তা সত্যিই অনবদ্য। যেখানে যতটুকু অভিনয়ের সুযোগ পেয়েছেন সেখানেই তিনি দর্শকদের নজর ঘুরিয়েছেন নিজের দিকে। যদিও এই সিরিজের তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা জানা যায়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম