।। প্রথম কলকাতা ।।
Tasnia Farin: ঢাকাই ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। গতকাল রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি শপিং মলের চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে আহত হয়েছেন তাসনিয়া। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাবাকে সঙ্গে নিয়ে মার্কেটের নিচতলা থেকে দোতলায় উঠছিলেন তিনি। আর তখনই চলন্ত সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে।
তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগে চিকিৎসা চলছে তাঁর। রিপোর্ট অনুযায়ী, ঘটনার খবর জানাজানি হতেই সেখানে পৌঁছান ছোটপর্দার বেশ কয়েকজন পরিচালক। প্রসঙ্গে ‘প্রথম আলো’কে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘হাসপাতালে রয়েছি। গুরুতর আহত হয়েছেন ফারিণ। দুই পায়েই আঘাত লেগেছে। চিকিৎসা চলছে’।
ঘটনাটি গতকাল সাড়ে সাতটার দিকে ঘটেছে। অন্যদিকে হাসপাতালে যাওয়ার আগে সংবাদমাধ্যমকে ফোনে অভিনেত্রী জানিয়েছেন, ‘মার্কেটের চলন্ত সিঁড়িতে দোতালায় উঠতে গিয়েছিলাম বাবাকে নিয়ে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছে। কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এটি’।
ফারিণের কথায়, মার্কেটে কোনও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। এত বড় একটি শপিং মল, অথচ ক্রেতাদের নিরাপত্তা সম্পর্কে কোনও সচেতনতা নেই। এর বিচার হওয়ার দরকার রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর তাসনিয়া ফারিণ অভিনীত ‘কারাগার ২’ মুক্তি পাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম