।। প্রথম কলকাতা ।।
Bengali serial: দেখতে দেখতে পার বিয়ের এক বছর। চাইল্ড হুড লাভ ১৪ বছরের পুরনো প্রেমিক রেমো দাসের গলাতেই মালা দেন মিষ্টি সিং। ২০২৩ সালের ১৮ই মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলতা ফড়িং-র অমৃতা। প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা। বিশেষ দিনে আদরের মিষ্টিকে স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন রেমো। উপহারের তালিকাটা ছিল বেশ লম্বা। কি কি ছিল তাতে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। প্রথম বিবাহ বার্ষিকীতে বউকে কি কি দিলেন রেমো। কিভাবে উদযাপন করলেন দিনটি মিষ্টি আর রেমো? বউয়ের জন্য মিষ্টি একটা সারপ্রাইজ রেখেছিলেন রেমো। দুজনেই স্পেশাল লাঞ্চ ডেটে যান।
অভিনেত্রী বেছে নিয়েছিলেন বডিকন কালো স্পার্কলিং গাউন। রেমো পড়েছিলেন ব্ল্যাক সুট। গত বছর ১৮ই মে বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টির। সেই সমস্ত সুখ স্মৃতির এক বছরের সেলিব্রেশনে মিষ্টির জন্য সারপ্রাইজ লাঞ্চ ডেটের আয়োজন করেছিলেন রেমো। স্ত্রীর জন্য ফুলের তোড়া এনেছিলেন,
সঙ্গে ছিল কেক। উপহারের তালিকায় ছিল ব্যাগ, ঘড়ি আর আংটি। রেমোর জন্য মিষ্টি আনেন পারফিউম, ঘড়ি, ব্লেজার আর ছিল বুক ভরা ভালবাসা।
যে ভালবাসার বন্ধনে মজবুত দুজনের সম্পর্ক। বছরখানেক আগে মিষ্টির বিয়েতে একাধিক তারকারা এসেছিলেন। এসেছিলেন মুখ্যমন্ত্রীও। বর কনের মাঝে দাঁড়িয়ে কুশল মঙ্গল বিনিময় করেন হাতে উপহার তুলে দিয়েছিলেন তিনি। মিষ্টির বিয়েতে চাঁদের হাট বসেছিল। লাল রঙের লেহেঙ্গা পড়েই সেজে ছিলেন এদিন। কনের সাজে দুর্দান্ত লাগছিল তাঁকে। আবার অন্যদিকে মিষ্টির বর রিমুভ করেছিলেন অফ ওয়াইট এবং লালের কম্বিনেশনে তৈরি শেরওয়ানি। বরমালা সিঁদুর দান পর্ব সই বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন তারা। বিয়েতে এলাহি খানাপিনার আয়োজনও ছিল।
প্রথম বিবাহ বার্ষিকীর দিন বিয়ের একটি ছবি শেয়ার করে মিষ্টি লেখেন। প্রিয় জীবন সঙ্গী তুমি কি যেদিন আমাদের দেখা হয়েছিল বুঝতে পেরেছিলে আমাদের ভালোবাসা চিরন্তন হবে?তুমি কি কল্পনা করেছিলে যে আমরা প্রেমে পড়বো এবং আমরা একসঙ্গেই সুন্দর জীবন গড়ে তুলব? শুভ প্রথম বিবাহ বার্ষিকী স্বামী। আঁচল সিরিয়ালের ভাদুর চরিত্রের ব্যাপক জনপ্রিয়তা দেয় মিষ্টি। খোকাবাবু, টেক্কা রাজা-বাদশা, বিকেলে ভোরের ফুল আলতা ফড়িং-র মতো ধারাবাহীকে কাজ করেছেন তিনি। অভিনেত্রীকে দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকেও।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি ব্লগিং করেন। যাতে তাঁর সঙ্গে প্রায় দেখা যায় রেমোকেও। মিষ্টির বরের রয়েছে রিয়েল এস্টেট এর ব্যবসা। কিন্ডার গার্ডেন স্কুলে পড়াকালীন আলাপ রেমো মিষ্টির। এভাবেই চিরস্থায়ী হোক ভালবাসার। মিষ্টির অনুরাগিরা সামাজিক মাধ্যমে তাদের প্রিয় জুটিকে শুভেচ্ছা ভরিয়ে দেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম