।। প্রথম কলকাতা ।।
Joka-Taratala Metro: কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে জোকা-তারাতলা মেট্রো রুট। সবই প্রায় তৈরি বর্তমানে। চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। এরই মাঝে এবার কলকাতা মেট্রোর তরফ থেকে জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রত্যেকটি স্টেশনের ভাড়ার তালিকা প্রকাশ্যে আনা হল।
কলকাতা মেট্রোর তরফ থেকে দেওয়া তালিকা অনুসারে, এই রুটে সব থেকে কম মাত্র পাঁচ টাকা ভাড়াতে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আর এই রুটের সর্বোচ্চ ভাড়া হচ্ছে কুড়ি টাকা। যে কোন স্টেশনে যেতে গেলেই আপনাকে ৫ টাকা ভাড়া দিতে হবে। তবে দুটি স্টেশনে যেতে হলে একসাথে কাটতে হবে ১০ টাকার টিকিট। তবে চতুর্থ স্টেশনে যাত্রীদের যেতে গেলে কুড়ি টাকা ভাড়াই দিতে হবে। এছাড়াও ব্যবস্থা করা হয়েছে টুরিস্ট স্মার্ট কার্ডের। এই কার্ডের মূল্য আড়াইশো টাকা। তবে এই কার্ডের মাধ্যমে যে কেউ টানা তিন দিন যতবার খুশি মেট্রোয় যাতায়াত করতে পারবেন।
জোকা থেকে তারাতলা পর্যন্ত এই রুটে রয়েছে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা স্টেশন। প্রত্যেকটি স্টেশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আধুনিকভাবে তৈরি করা হয়েছে। স্টেশন গুলিতে যাত্রীরা পেয়ে যাবেন সাতটি এসকালেটর, চারটি লিফট এবং আটটি সিঁড়ি। যাত্রী পরিষেবা শুরু হওয়ার আগেই সব স্টেশন গুলিকে যাত্রীদের জন্য নিরাপদ করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে। অর্থাৎ সবমিলিয়ে এটা নিশ্চিত যে চলতি বছরের শেষের দিকেই বেহালাবাসী মেট্রোতে চড়তে পারবেন। সম্পূর্ণ রুট যদিও জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত কিন্তু সেই রুটে এখনও পর্যন্ত জোকা থেকে তারাতলা পর্যন্ত স্টেশন গুলি তৈরি হয়ে গিয়েছে। আর এই রুটকে বলা হচ্ছে পার্পেল লাইন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম