।। প্রথম কলকাতা ।।
Anirban Bhattacharya: আবার গাইলেন গান। তাতেই মুগ্ধ নেট দুনিয়া। তাঁর গান শুনে হতবাক গায়ক অভিজিতও। তিনি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আপনারা তো জানেন, কিচ্ছু চাইনি আমি’ গেয়ে রাতারাতি গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন তিনি। শাহজাহান রিজেন্সি’ সিনেমার গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। গানটির জন্য ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কারও ঝুলিতে পুরেছেন অনির্বাণ। গানটি প্রকাশের প্রায় ছয় বছর পর আবারও গান গেয়ে আলোচনায় এলেন এই অভিনেতা। কোথায়, কী গান গাইলেন তিনি?
জি বাংলার ‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চ। সেখানেই ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’ গানের প্রথম কলি গেয়ে অবাক করলেন অনির্বাণ। তাঁর গানে মুগ্ধ অভিজিতও।অনির্বাণকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। অনির্বাণের এই গানের ভিডিও ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটা লাইন গেয়েই থেমে যান অনির্বাণ। আরও একটু শুনতে চান অভিজিৎ। জিভ কেটে অভিনেতা বলেন, না না… আপনি স্টেজে থাকতে…’।
এরপরই অভিজিৎ বলেন, ”আমি তো কানপুর থেকে এদিকে এসেছি, তুমি এদিককারই। একটা লাইন গাও।” পরে অবশ্য গানে বেশ কয়েকটটা লাইন গেয়ে ফেলেন অনির্বাণ।সেই গান শুনে এখন মুগ্ধ হচ্ছেন বাঙালি সঙ্গীতপ্রেমীরা। মুকুল দত্তের লেখা গানটি কিশোর কুমারের সুরে গেয়েছেন গায়ক অভিজিৎ। অনিবার্ণের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে অভিজিৎও মুগ্ধ হয়েছেন।
https://www.facebook.com/reel/1134693631068536/?ref=embed_video
দাদাগিরি শেষ হয়ে, জি বাংলায় শুরু হয়েছে গানের রিয়ালিটি শো । সুরের প্রতিযোগিতা মন কেড়ে নিয়েছে দর্শককুলের। সারেগামাপা লেজেন্ডস নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের গান শোনা যাবে এখানে। সঞ্চালকের দায়িত্বে থাকছে অনির্বাণ। তাঁর কাঁধেই এবার গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব।বরাবরই দর্শকদের মধ্যে জনপ্রিয় এই শো। আশা করা যাচ্ছে, এবারেও তা থাকবে টিআরপি-তে পয়লা নম্বরে।
জিনিয়াসরা বোধহয় এরকমই হয়। অত্যন্ত দক্ষ অভিনেতা অনির্বাণ। গানের মধ্য দিয়েও যে সকলের মন ছুঁতে পারেন তা আরও একবার দেখালেন তিনি। জি বাংলার ফেসবুক পেজে অনির্বাণের গানটি সামনে এসেছে। সেই গান শুনে উচ্ছ্বসিত অনির্বাণ ভক্তরা। অনেকেই ফেসবুকে লিখেছেন, ‘অপূর্ব। কত কী যে লুকিয়ে রেখেছেন ওই অভিনয়ের আড়ালে!’ কেউ কেউ আবার লিখেছেন, ‘অর্নিবাণদা, এত দিন তোমার মুভিতে অভিনয় দেখেছি। অভিনয়ে তো তুমি সেরা, কিন্তু গানের গলা যে তোমার এত সুন্দর, জানতাম না। তুমি সবেতেই সেরা।’
আপনাদের জানানো যাক, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রাকুলা স্যার’ সিনেমায় ‘প্রিয়তমা’ গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন অনির্বাণ। বাদল সরকারের নাটক অবলম্বনে ‘বল্লভপুরের রূপকথা’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন তিনি। আগামী ১৪ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘অথৈ’ সিনেমায় দেখা যাবে তাঁকে। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা জিবাংলায় দেখা যাবে বাংলা সারেগামাপা লেজেন্ডস। স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের গান শোনা যাবে এই রিয়্যালিটি শোয়ে। প্রথম থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয় এই শো। অনির্বাণ সঞ্চালক হয়ে আসায় টিআরপি বাড়বে বলেই মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম