।। প্রথম কলকাতা ।।
Lightening: রাজ্য জুড়ে প্রবল তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী, ঘন ঘন পড়ছে বাজ। বজ্রপাতের আওয়াজে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। জানেন কি, এই বাজের বাড় বাড়ন্তে নষ্ট হতে হতে আপনার টিভি-ফ্রিজ-মোবাইল! মুহুর্তের মধ্যে জলে যেতে পারে আপনার কষ্টার্জিত সম্পদ। তাহলে উপায়? নিজের দামি দামি বৈদ্যুতিন যন্ত্রপাতিগুলিকে সুরক্ষিত রাখবেন কীভাবে? কী কী সতর্কতা নেবেন জানেন তো?
পূর্বাভাস আগেই ছিল। হাওয়া অফিস আগেই জানিয়েছিল ঝড়বৃষ্টির কথা। সেই পূর্বাভাসকে সত্যি করে গত দু’দিন ধরেই বাংলা ভিজছে বৃষ্টিতে। গোটা দক্ষিণবঙ্গেই এখন স্বস্তির হাওয়া। তবে কেবল বৃষ্টিই তো নয়, সঙ্গে তাণ্ডব চালাচ্ছে ঝোড়ো হাওয়া। আর তাতে যোগ্য সঙ্গ দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। কানে তালা লাগানো শব্দে বাজও পড়ছে ক্রমাগত। বেশ উপভোগ করার মত একটা আবহাওয়া। তাই তো?
একথা বলাই বাহুল্য যে, বাংলার আবহাওয়া এখন বড়োই মনরোম। এক কাপ ধোঁয়া ওঠা চা আর সাথে কিছু পকোড়া, ব্যস, আর কী চাই? এইভাবে বৃষ্টি দেখার মজাই আলাদা। কিন্তু ওদিকে যে ঘরের বৈদ্যুতিন জিনিসগুলি নষ্ট হয়ে যেতে পারে, সে খেয়াল আছে কি?
এই ভারি বজ্রপাতের সময় একটু অসাবধান হয়েছেন কী আপনার শখের যন্ত্রটি গেল। কারণ বাজ পড়ে টিভি, ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা তো থাকেই। বাজ পড়লে পুড়েও যেতে পারে এই ধরণের গুরুত্বপূর্ণ সামগ্রী। তাহলে কী ভাবে এই বিপদ এড়াবেন? কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার কষ্টার্জিত টাকায় কেনা মেশিনটিকে? এই পরিস্থিতিতে কীভাবে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করবেন, অবশ্যই জেনে নিন।
আকাশে মেঘ দেখলেই সমস্ত যন্ত্রপাতি থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করুন। বাজ পড়ার অপেক্ষায় না বসে থেকে আগেভাগেই হয়ে যান সতর্ক। হয়ত ভাবছেন, আর্থিং করা আছে। তাহলে আর কী সমস্যা? তবে বিশেষজ্ঞরা বলছেন, আর্থিং করা থাকলেও ঘটে যেতে পারে বিপদ। তাই আগেভাগে সাবধান হওয়াটাই বুদ্ধিমানের কাজ। টিভি, ফ্রিজের পাশাপাশি বন্ধ করে দিন ওয়াইফাই সংযোগও। কারণ বাজের কারণে নষ্ট হয়ে যেতে পারে রাউটারও। তাই আগেই সতর্ক হোন।
নিজের শখের মোবাইলটি বাঁচাতে সেটির দিকেও নজর দিন। চার্জিং-এ বসানো থাকলে সঙ্গে সঙ্গে প্লাগ থেকে তা খুলে নিন। ফোনে চার্জ না থাকলেও বজ্রপাতের সময় চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না। একান্তই কাজ থাকলে ল্যাপটপ চালাতে পারেন। তবে অবশ্যই সেটি চার্জ থেকে খুলে নিয়ে তারপর। এবং সবশেষে বলব যে, পারলে বাড়িতে ‘লাইটনিং অ্যারেস্টার’ রাখার ব্যবস্থা করুন। এবং দেখবেন যেন সেটির রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয়। আপাতত এই কয়েকটি নিয়ম মেনে চললেই নিরাপদে থাকবে আপনার শখের বৈদ্যুতিন জিনিসপত্রগুলি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম