।। প্রথম কলকাতা ।।
Water Bottles: প্লাস্টিকের বোতল বাদ দিয়ে কাচের বোতলে জল খাচ্ছেন? আদৌ সেটি স্বাস্থ্যকর তো? আপাতভাবে কাঁচের বোতলকে সুরক্ষিত মনে হলেও, বিষয়টি আদপেও তা নয়। প্লাস্টিক বর্জন করতে গিয়ে হয়ত নিজের অজান্তেই ডেকে আনছেন আরও বড় বিপদ। বিজ্ঞানীরা বলছেন কাঁচের বোতল থেকে হতে পারে ‘ক্যান্সার’ও। চমকে উঠলেন? কাঁচের বোতল সংক্রান্ত এই তথ্যগুলি জানা আছে কি? আপাতত দৃষ্টিতে কাঁচের বোতলের ব্যবহার নিরাপদ মনে হলেও বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। তাহলে ব্যবহারের উপযোগীই বা কী?
প্লাস্টিকের ব্যবহার নিয়ে সচেতনতা এখন অনেকটাই বেড়েছে। আজকাল অনেকেই প্লাস্টিকের বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন বায়োডিগ্রেডবল সব জিনিসকে। কেউ প্লাস্টিকের প্যাকেটের বদলে ‘কাগজ’ ব্যবহার করছেন তো কেউ ব্যবহার করছেন ‘চটের থলি’। আবার অনেকেই প্লাস্টিকের ব্যবহার কমাতে প্লাস্টিকের বোতলকেও বর্জন করছেন। বদলে ব্যবহার করছেন কাঁচের বোতল। তবে এই কাঁচের বোতলগুলি আদৌ নিরাপদ তো? স্বাস্থ্য ঠিক রাখতে উটকো বিপদ ডেকে আনছেন না তো? কী বলছেন চিকিৎসকরা?
আপেক্ষিকভাবে মনে হতে পারে যে, কাঁচ প্লাস্টিকের চেয়ে অনেক বেশি নিরাপদ। অনেকেই হয়ত ভাবছেন যে, এতে কোনও রাসায়নিক পদার্থ নেই তাই কাঁচের যথেচ্ছ ব্যবহার করাই যায়। তবে ব্যাপারটা মোটেও তা নয়। কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাঁচ একধরণের হয়না। এমন অনেক কাঁচ রয়েছে যেগুলি একেবারেই ব্যবহারের উপযোগী নয়। চমকে উঠলেন? ভাবছেন কাঁচ কেন ব্যবহারের উপযোগী নয়? কী এমন রয়েছে কাঁচের মধ্যে? সবু্র করুন। জানাবো সবটাই।
আসলে বাজারে এমন অনেক কাঁচের গ্লাস বা বোতল রয়েছে যার মধ্যে রয়েছে ভরপুর সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো উপাদান। এখন এইধরনের কাঁচের বোতল বা গ্লাস থেকে দীর্ঘদিন ধরে জল খেতে থাকলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। এমনকি ক্যান্সারের মত মারণরোগের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।
তবে কেবল গ্লাস বা বোতলই নয়, কাঁচের কাপ, প্লেট, থালা, বাটি ব্যবহারের ক্ষেত্রেও এই একই বিষয় মাথায় রাখতে হবে আপনাদের। এবার হয়ত আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে কেমন বোতলে জল রাখবেন? কাঁচের বোতল কি একেবারেই চলবেনা?
না, ঠিক তাও নয়। কাঁচের বোতল ব্যবহার করতেই পারেন। তবে সেক্ষেত্রে সেটিকে হতে হবে ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ ধরণের। হ্যাঁ, আপনি যদি ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ গোত্রের কাঁচের বোতল ব্যবহার করেন তাহলে কোনও চিন্তা নেই। তবে সমস্যা হল, এই ধরণের কাঁচের বোতল খুব একটা সহজে পাওয়া যায়না। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ভালো হয় যদি কোনও তামার পাত্রে জল রাখতে পারেন। চিকিৎসকদের মতে, তামা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম