।। প্রথম কলকাতা ।।
শুক্রবার ভারতে Mercedes-Benz লঞ্চ করল বেশ কয়েকটি লাক্সারি গাড়ি। এর মধ্যে রয়েছে একটি ইলেকট্রিক গাড়িও। ভারতে উন্মোচিত হল Mercedes-Benz GLB। এই এডিশনের অধীনে তিনটি মডেল রয়েছে – Mercedes Benz GLB 200 (পেট্রোল), Mercedes Benz GLB 220d (ডিজেল), এবং Mercedes Benz GLB 220d 4MATIC (ডিজেল)। এ ছাড়া সাত আসনের ইলেকট্রিক SUV Mercedes Benz EQB 300 4MATIC ও লঞ্চ হয়েছে ভারতে।
Mercedes-Benz GLB গাড়িগুলির দাম কিছুটা এরকম –
Mercedes Benz GLB 200 (পেট্রোল ) – 63.80 লক্ষ টাকা
Mercedes Benz GLB 220d (ডিজেল) – 66.80 লক্ষ টাকা
Mercedes Benz GLB 220d 4MATIC (ডিজেল) – 69.80 লক্ষ টাকা
Mercedes Benz EQB – 74.50 লক্ষ টাকা।
কোম্পানির দাবি, তারা শুধু ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেই থামতে চায়না। ভারতে ইতিমধ্যে 30 টি আলট্রা ফাস্ট চার্জার স্থাপন করেছে তারা। 2022 শেষ হওয়ার আগে আরও 14 টি ফাস্ট চার্জার গড়ে তোলা হবে। কোম্পানি আরও জানিয়েছে, যে গ্রাহকরা মার্সিডিজ বেঞ্জ EQB-এর সাথে একটি কমপ্লিমেন্টারি এসি ওয়ালবক্স পাবেন এবং তারা গাড়ির মালিকানার প্রথম বছরের জন্য কমপ্লিমেন্টারি চার্জিংও পেতে পারেন।
আরও পড়ুন : ফাটাফাটি! 40 কিমি মাইলেজ দেবে নতুন Maruti Swift, কবে আসবে বাজারে?
Mercedes Benz GLB গাড়ির ফিচার্স
হালকা ওজনের স্টিল দিয়ে তৈরি এই গাড়িগুলির বুট স্পেস রয়েছে 1680 লিটার। সাত আসনের বিকল্প মিলবে। অতিরিক্ত বুট স্পেসের জন্য দ্বিতীয় এবং তৃতীয় সারির উভয় আসনই ভাঁজ করা যাবে। Mercedes Benz GLB 200 এর ইঞ্জিন রয়েছে 1332 সিসি চার সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এটি 9.1 সেকেন্ডে 0 থেকে 100 কিমি/ঘণ্টা পর্যন্ত গতি তুলতে পারে এবং সর্বোচ্চ 207 কিমি/ঘন্টা।
এ ছাড়া রয়েছে টুইন 10.25 ইঞ্চি টাচস্ক্রিন এবং ইন্সট্রুমেন্ট প্যানেল, টুইস্ট-টু-ক্লোজ টারবাইনের মতো এসি ভেন্ট, HVAC-এর স্ট্যাক, কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট, 64 টি রঙের অ্যামবিয়েন্ট লাইট, একটি বড় প্যানোরামিক সানরুফ, পাওয়ার টেলগেট এবং পার্কিং অ্যাসিস্ট্যান্ট।
Mercedes Benz EQB গাড়ির ফিচার্স
এই ইলেকট্রিক গাড়িটির কার্ব ওজন 2175 কেজি। বুট স্পেস 1620 লিটার। মোটর হিসাবে বর্তমান সামনে একটি অ্যাসিঙ্ক্রোনাস মোটর (ASM) এবং পিছনের অ্যাক্সে একটি সিঙ্ক্রোনাস মোটর। ব্এটির লিথিয়াম-আয়ন ব্যাটারি সর্বাধিক 367V ভোল্টেজ এবং 66.5kWh এর ব্যবহারযোগ্য শক্তি সামগ্রী সরবরাহ করে। অনবোর্ড চার্জার ব্যবহার করে বাড়িতে এসি কারেন্ট দিয়ে 11kW পর্যন্ত চার্জ করা যায়। কোম্পানি জানিয়েছে, EQB 300 4MATIC ডিসি চার্জিং সহ সর্বোচ্চ 100kW পর্যন্ত চার্জ করতে পারে। এটি 32 মিনিটে 10 শতাংশ থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায়।