।। প্রথম কলকাতা ।।
Landy Párraga: ইনস্টাগ্রামে স্টোরি দেওয়াই হল কাল! প্রকাশ্য দিবালোকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল মডেল সুন্দরীর দেহ। মুহুর্তের মধ্যেই শেষ হয়ে গেল তরতাজা একটা প্রাণ! দিনের আলোতেই চলল এলোপাথাড়ি গুলি। সাবেক সুন্দরীর ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে উঠছে মানুষ। ইনস্টাগ্রামে একটি পোস্ট করায় খুন হতে হল এই জনপ্রিয় মডেলকে। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই নেট দুনিয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঠিক কী ঘটেছে?
মর্মান্তিক! প্রকাশ্য দিবালোকে চলল এলোপাথাড়ি গুলি। লাগাতার গুলিবর্ষণে প্রাণ হারালেন বিখ্যাত মডেল ল্যান্ডি প্যারাগা গয়বুরো। নাহ্, কোনও কো ল্যাটারাল ড্যামেজ নয়। বিউটি কুইন ল্যান্ডি প্যারাগাকে হত্যা করতেই এসেছিলেন এই দুস্কৃতিরা। কী এমন অপরাধ করেছিলেন তিনি? কোন অপরাধে প্রাণ হারাতে হল ল্যান্ডি প্যারাগা গয়বুরোকে? ঠিক কী ঘটেছিল সেদিন?
এই মূহুর্তে অনেকের মনেই প্রশ্ন উঁকি দেবে যে কে এই ল্যান্ডি প্যারাগা গয়বুরো? যার মৃত্যু নিয়ে এত হইচই! তিনি হলেন দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের প্রাক্তন বিউটি কুইন। মাত্র ২৩ বছর বয়সেই জগৎজোড়া খ্যাতি অর্জন করেছিলেন তিনি। পণ্য আমদানির ব্যবসার মালিকানা ছিল। নিজস্ব স্পোর্টসওয়্যারও ছিল তার। এমন একটা সুপরিচিত ব্যক্তিত্বের খুনের ঘটনায় চারিদিক যে তোলপাড় হবেই সে তো বলাই বাহুল্য। চলুন জেনে নিই ঠিক কী ঘটেছিল সেদিন আর কেনই বা ঘটল এমন মর্মান্তিক ঘটনা?
সূত্রের খবর, এইদিন একটি রেস্তোরাঁয় বসে নিজের খাবারের অপেক্ষা করছিলেন ল্যান্ডি প্যারাগা গয়বুরো। তবে সেই খাবার শেষ করার সুযোগ তিনি পাননি। তার আগেই এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এসে ঝাঁঝরা করে দেয় তার শরীর। মৃত্যু নিশ্চিত করতে বন্দুক হাতে আরও এক ব্যক্তি ঢোকে সেই রেস্তোরাঁয়। সাবেক সুন্দরীর মৃত্যু নিশ্চিত হতেই চম্পট দেয় দুই আততায়ী।
মার্কিন প্রতিবেদন ‘নিউ ইয়র্ক পোস্ট’-র দেওয়া তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছেন একজন ড্রাগ লর্ডের বিধবা। সূত্রের খবর, এই কুখ্যাত মাফিয়ার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন এই প্রাক্তন সুন্দরী। সম্পর্কের কথা গোপন রাখার চেষ্টা করলেও তা সামনে চলেই আসে। এছাড়াও বেশকিছু অপরাধমূলক কাজের সঙ্গেও নাকি জড়িয়েছিলেন ল্যান্ডি প্যারাগা গয়বুরো। পুলিশের খাতায় নামও উঠেছিল তার। তবে বিচার শুরু হওয়ার আগেই সব শেষ।
পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামে পোস্ট করার কারণেই খুন হতে হয়েছে সুন্দরীকে। মূলত তার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই সেখানকার লোকেশন ট্র্যাক করে দুস্কৃতিরা। ব্যাস, বাকিটা ইতিহাস। শোনা যাচ্ছে, এই গোটা ঘটনার পেছনে রয়েছে ঐ ড্রাগ মাফিয়ার স্ত্রী। মূলত তার ইন্ধনেই ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই হাইভোল্টেজ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম