।। প্রথম কলকাতা ।।
Bollywood: বিয়ে না করেই হয়েছেন ছেলের মা। বাবা জিতেন্দ্রর কারণেই আজীবন অবিবাহিত রয়ে গেলেন একতা কাপুর। বাবার জেদের কারণেই আজও সংসার পাতা হলনা একতার। ছেলে বাবার কথা জিজ্ঞাসা করলে কি বলবেন তিনি? দুশ্চিন্তায় ঘুম আসেনা একতার..। জানতেন একতার জীবনের এই রহস্য কাহিনী?
শুনে ভাবছেন, বাবার জন্য মেয়ের বিয়ে হলনা? এ আবার কী কথা? এমনটা কখনও হয় নাকি? শুনতে অবাক লাগলেও একতা কাপুরের জীবনে এমনটাই ঘটেছে। বাবা জিতেন্দ্রর কারণেই আজও অবিবাহিত রয়ে গেছেন এই টেলি কুইন। আসলে হিন্দি সিরিয়ালের রাণী একতার জীবনে এমন অনেক রহস্যই রয়েছে যার কোনও সদুত্তর পাওয়া যায়না। তার মধ্যে এটাও একটা। জানেন ঠিক কী ঘটেছিল একতার জীবনে?
সবার আগে জানতে হবে কে এই একতা কাপুর? এই প্রশ্নের একটাই উত্তর। একতা হলেন একজন সফল ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র প্রযোজক। হিন্দি টেলিভিশনের কুইন বলা হয় একতাকে। তার বালাজী প্রোডাকশন হাউস যে কত অভিনেতা, অভিনেত্রীর জন্ম দিয়েছে তার ইয়ত্তা নেই। একতার সিরিয়াল মানেই ভরপুর ড্রামা। সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও কম ড্রামা নেই।
৫০ এর কোঠায় দাঁড়িয়ে থাকা একতাকে ঘিরে রয়েছে বহু রহস্য। ইন্ডাস্ট্রির বহু খ্যাতনামা ব্যক্তিত্বের সাথে নাম জড়িয়েছিল একতার। তালিকায় রয়েছে চাঙ্কি পান্ডে থেকে করণ জোহরের নাম। তবে সংসার করা আর হয়ে ওঠেনি।
কানাঘুষা শোনা যায়, কেরিয়ারের শুরুতেই চাঙ্কি পান্ডের প্রেমে পড়েছিলেন একতা। পছন্দের নায়ককে প্রেমপ্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে চাঙ্কি নাকি একতাকে বিয়ে করতে রাজি হননি। মন ভেঙেছিল তরুণী একতার। এরপর করণ জোহরের সাথেও সম্পর্কের গুঞ্জন শুরু হয়। শোনা যায়, সমস্ত গুঞ্জনের উর্দ্ধে গিয়ে বিয়ের কার্ড অবধি ছাপা হয়ে গেছিল। তবে সেই সম্পর্কটাও আর পরিণতি পায়নি। কোনও এক অজানা কারণে একদম শেষ মুহূর্তে গিয়ে ভেঙে যায় সবটা।
সেই থেকে আজও অবিবাহিতাই রয়ে গেলেন একতা কাপুর। ওদিকে করণের জীবনেও আসেনি দাম্পত্য সুখ। তবে বিয়ে না করলেই যে, সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হবে তার কোনও মানে নেই। অন্তত একতা বা করণ সেটা মনে করেন না। তাই তো ৩৬ বছর বয়সেই নিজের ডিম্বকোষ সংগ্রহ করে রেখেছিলেন তিনি। এরপর সঠিক সময় এলে সারোগেসির সাহায্যে মা হন তিনি। সন্তানের নাম রেখেছেন রবি কাপুর। তবে সন্তানকে কখনো বাবার নাম জিজ্ঞেস করলে তাকে কী উত্তর দেবেন তা নিয়ে খানিক চিন্তায় থাকেন তিনি। যদিও কোনো লুকোছাপা রাখতে চাননা।
এতদূর পর্যন্ত শুনে আপনাদের মনে হতে পারে এতে জীতেন্দ্রর ভূমিকা কী? কেন বলা হচ্ছে যে, বাবা জীতেন্দ্রর কারণেই অবিবাহিত রয়ে গেলেন একতা? আজ্ঞে হ্যাঁ, একতার এই সিদ্ধান্তের পেছনে বাবা জিতেন্দ্রেরও ভূমিকা রয়েছে বৈকি। এক সাক্ষাৎকারে একতা নিজেই জানিয়েছিলেন এই কথা।
আসলে জিতেন্দ্র একতাকে একটি কঠোর শর্ত দিয়েছিলেন। অভিনেতার শর্ত ছিল, হয় বিয়ে করতে হবে আর নয়ত চাকরি করতে হবে। ইয়ং একতা বেছে নিয়েছিলেন চাকরিকে। সেই কারণেই আজও অবিবাহিত রয়ে গেছেন একতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম