।। প্রথম কলকাতা ।।
Evil eye: কী এই ইভিল আই? হাল ফ্যাশানের গয়নায় ‘ইভিল আই’-এর ব্যবহার শুধুই কি ফ্যাশন ট্রেন্ড? না কি এই নীল বস্তুটির সঙ্গে জড়িয়ে রয়েছে কোনও শতাব্দী প্রাচীন রহস্য? জানেন কোথা থেকে উৎপত্তি এই ইভিল আইয়ের? কেনই বা ইভিল আইকে নিয়ে এত হইচই? নীল চকচকে এই বস্তুটির কাহিনী শুনলে শিহরিত হবেন আপনিও। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই ইভিল আইয়ের ইতিবৃত্তান্ত…।
ঘন নীল রঙের গোলাকার কাঁচের বস্তুটির মাঝখানটা দেখতে অনেকটা চোখের মত। শয়তানের চোখ কী না তা হলফ করে বলা মুশকিল। তবে সম্প্রতি তা নিয়েই শুরু হইচই। হালফিলে ইনস্টাগ্রামে ‘হ্যাশট্যাগ ইভিল আই’-র রমরমা দেখলে ভিরমি খাবে যে কেউ। কিম কার্দাশিয়ান থেকে বলিউড বাদশা শাহরুখ, অভিষেক থেকে শুরু করে আজকের সারা আলি খান, কে নেই এই তালিকায়! কারও গলায়, তো কারও হাতে, যেখানেই চোখ পড়ে দেখা যায় ইভিল আইয়ের ছোঁয়া। কোন রহস্য লুকিয়ে রয়েছে এই শয়তানের চোখে? জানেন ঠিক কতটা প্রাচীন এই ইতিহাস?
কথিত আছে, এই ইভিল আই’র ব্যবহার ৫০০০ বছরেরও বেশি পুরানো। ইতাহাসবিদদের কথা অনুযায়ী মিশরীয় সভ্যতায় তার আবির্ভাব। চিনের ফেংশুই শাস্ত্রেও পাওয়া গেছে ‘ইভিল আই’র উজ্জ্বল উপস্থিতি। গ্রিক দার্শনিক প্লেটোর ‘সিম্পোসিয়াম’-এও রয়েছে ইভিল আই’র উল্লেখ। পরে অবশ্য নানা দেশ ঘুরে ঢুকে পড়েছে ভারতেও। মূলত মানুষের কুদৃষ্টি থেকে বাঁচতেই এই ইভিল আই পরিধান করা হয়। যদিও কুনজর কাটানোর সেই প্রাচীন চিহ্ন হয়ে গেছে হালের ফ্যাশন ট্রেন্ড।
গ্রীক পুরাণে বর্ণিত এই ইভিল আই কেবল কুনজর আটকানোতেই থেমে থাকেনি। নানা দেশ, শহর ঘুরতে ঘুরতে ইভিল আই পৌঁছে গেছে আম বাঙালির বইয়ের তাকে, বসার ঘরের আলমারিতে, তো কারোর গাড়ির ‘রিয়ার ভিউ মিরর’-এ। আর এখন তো মেয়েদের গয়নাতেও ঢুকে গেছে ইভিল আইয়ের ব্যবহার। প্রিয় তারকাদের দেখা দেখি আম জনতাও ছুটছে ‘ইভিল আই’র পেছনে।
গোটা বিশ্বজুড়ে এই চিহ্নের প্রতি মানুষের উন্মাদনা দেখে নড়েচড়ে বসেছে বিভিন্ন গয়না সংস্থাগুলি। তারকাদের পছন্দের এই ইভিল আইকে মধ্যবিত্তের হাতের নাগালে এনে দেওয়ার চেষ্টায় মরিয়া ‘ক্যারেটলেন’, ‘ব্লু স্টোন’, ‘মিয়া’-র মত সংস্থাগুলিও। বিক্রিও হচ্ছে দেদার। গয়না ছাড়াও কেউ কিনছেন জুতো, কেউ জ্যাকেট তো কেউ আবার ইভিল আই দেওয়া ব্যাগে মজেছেন।
এমন আবহে আপনিও নিজের বসার ঘরে একটা ইভিল আই লাগাতেই পারেন। এর প্রভাবে কুনজর কাটবে কি না তা বলা মুশকিল, তবে ট্রেন্ডে গা ভাসাতে দোষ কী?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম