।। প্রথম কলকাতা ।।
UPPER LIPS PAIN: আপার লিপ করতে গিয়ে ব্যথায় যেন চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আজ আপনাদের এমন এক উপায় বলবো, যাতে পয়সাও বাঁচবে ব্যথাও লাগবে না। বাড়িতেই করে নিন আপার লিপ এই উপায়ে। ঠোঁটের উপর হালকা গোঁফের রেখা রয়েছে আপনার? পার্লারে আপার লিপ করতে যাওয়ার আগে যেন গায়ে জ্বর আসে। যা ব্যথা হয়। তাই বাড়িতেই আপার লিপ হেয়ার তোলার এই টোটকা জানুন।
বাড়িতে আপার লিপ করতে সাহায্য নিতে পারেন লেবুর রস ও চিনির। এর জন্য একটি পাত্রে জল নিন। তাতে চিনি ও লেবুর রস দিয়ে ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি একটু ঠান্ডা করে ঠোঁটের উপরে লাগিয়ে নিন।এরপর পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে লোমের উল্টোদিকে টেনে তুলে নিন। দেখবেন সব লোম উঠে আসবে। এ ছাড়া ব্যবহার করতে পারেন দুধ ও হলুদ। একটি পাত্রে গুঁড়ো হলুদ নিন তাতে দুধ দিন। ঘন করে মিশ্রণটি গুলে নিয়ে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন সব লোম উঠে এসেছে।
মেয়েদের শরীরে পুরুষ হরমোনের মাত্রা বেশি হলে ত্বকে রোমের আধিক্য দেখা যায়। হাত, পা বা দেহের অন্যান্য অংশের রোম পরিষ্কার করার জন্য নিয়মিত ওয়াক্সিং করেন অনেকেই। কিন্তু মেয়েদের গাল বা ঠোঁটের উপরের অংশে ছেলেদের মতো রোমের আধিক্য হলে বাইরে বেরোতে অস্বস্তি হয় কারও কারও। আবার মুখে ওয়্যাক্সিং করতেও পছন্দ করেন না অনেকে। এই সমস্যা থেকে মুক্তি দেবে এই টোটকাগুলো।
https://www.facebook.com/100064049016647/posts/799886282156332/?mibextid=NTRm0r7WZyOdZZsz
একটা ডিমের সাদা অংশের সঙ্গে কর্ন ফ্লাওয়ার ও চিনি মিশিয়ে নিন। এই পেস্ট আপার লিপে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পিল অফ করে নিন। টানা এক মাস সপ্তাহে দুদিন এটা করলে সুফল পাবেন। কয়েক টুকরো পেঁপের সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো একসঙ্গে ব্লেন্ড করে নিন। ঠোঁটের উপর এই মিশ্রণ মেখে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট শুকিয়ে গেলে উষ্ণ জলে ধুয়ে নিন। পেঁপেতে থাকা এনজাইম
চুলের ঘনত্ব কমিয়ে ফেলতে সাহায্য করে। এমনটাই বলছেন রূপ বিশেষজ্ঞরা। এমনকি কফিতেও কাজ হয়। এই জন্য একটি পাত্রে কফি ও ব্রাউন সুগার নিন। তাতে সামান্য গরম জল দিয়ে গুলে নিন। এ বার ব্যবহার করুন এই পেস্ট। দেখবেন উঠে যাবে অবাঞ্ছিত লোম। আমন্ড ও গোলাপ জলও এক্ষেত্রে কাজের। একটি পাত্রে আমন্ড অয়েল নিন। তাতে গোলাপ জল দিন। মিশ্রণটি গুলে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। দেখবেন কাজ হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম