।। প্রথম কলকাতা।।
Block Education Officer: সাধারণত শোনা যায় বাস্তবের কাহিনী অবলম্বনে সিনেমা-সিরিয়াল তৈরি হয়ে থাকে। কিন্তু এবার সিনেমার কাহিনী বাস্তবে ঘটতে দেখা গিয়েছে। অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ ছবির কথা সকলেরই মনে আছে আশা করা যায়। এখনও প্রায়ই টিভি চ্যানেলগুলি ছুটির দিনে এই সিনেমাটি দিয়ে থাকে। সেখানে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিল অনিল কাপুরের চরিত্রটি। বাস্তবে মুখ্যমন্ত্রী না হলেও এক দিনের জন্য ব্লক শিক্ষা আধিকারিকের দায়িত্ব দেওয়া হল পিওনকে। অনেকের কাছে কথাটি বিশ্বাসযোগ্য না হলেও, এটাই সত্যি।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায়। ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুদামা সিং নামে জেলার ব্লক শিক্ষা আধিকারিক তাঁর অফিসে নিযুক্ত পিওন রমেশ শ্রীনিবাসকে একদিনের জন্য নিজের জায়গা ছেড়ে দেন। তারপর অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তারা শ্রীনিবাসকে মালা দিয়ে স্বাগত জানায়। তবে যিনি নিজের জায়গায় শ্রীনিবাসকে বসিয়েছেন তিনি হয়তো বুঝতে পারেননি যে, দায়িত্ব সহকারে ব্লক শিক্ষা আধিকারিকের দায়িত্ব পালন করবে সে। BEO হিসেবে নিযুক্ত হওয়ার পর একদিনের মধ্যে দুটি স্কুল পরিদর্শন করেছেন রমেশ শ্রীনিবাস। সেইসঙ্গে দু’টি স্কুলের মধ্যে একটিতে গুটখার দাগ ও গুটখা খাওয়ার দৃশ্য নজরে পড়লে ২০০ টাকা জরিমানাও করেছেন তিনি। এক কথায় ২৪ ঘন্টার মধ্যে ঝড় তোলেন এক দিনের ব্লক শিক্ষা অধিকারিক।
স্কুলগুলির ব্যবস্থা ঠিকঠাকভাবে পরিদর্শন করেছেন শ্রীনিবাস। এদিন দায়িত্ব নিয়ে স্কুলগুলিতে যান এবং দেখেন শিক্ষকরা তাঁদের দায়িত্ব পালন করছেন কিনা বা পড়ুয়ারা কতটা শিখেছে এতদিনে। পড়ুয়াদের জন্য স্কুলে কী কী সুবিধা রয়েছে, পড়ুয়ারা সেই সুবিধা পাচ্ছে কিনা সমস্তকিছু খতিয়ে দেখেছেন তিনি। তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার গুরুত্ব জানতেন তিনি। রিপোর্ট অনুযায়ী নিজের অভিজ্ঞতা সম্পর্কে শ্রীনিবাস বলেছেন যে, তিনি পরের বছর অবসর নিতে চলেছেন। তবে তাঁর ৩৭ বছরের চাকরিতে তিনি কখনও এমন অভিজ্ঞতা পাননি। এই সুযোগ তাঁকে দেওয়ার জন্য তিনি BEO’র প্রতি কৃতজ্ঞ।
এদিকে পিওনের একদিনের ব্লক শিক্ষা আধিকারিক হিসেবে কাজের পর সুদামা সিং বলেছেন, ‘প্রতিটি পদেরই আলাদা আলাদা মর্যাদা রয়েছে, আলাদা দায়িত্ব রয়েছে। এটা অফিসের সব কর্মীরই বোঝা উচিত। আর সেই সম্পর্কে সকলকে সচেতন করতে এই পদক্ষেপ’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম