।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: গত লোকসভায় বাংলা থেকে অপ্রত্যাশিত ভাবেই ১৮টি আসন পায় বিজেপি। যা কার্যত তৃণমূলের কাছে একপ্রকার অপ্রত্যাশিত ছিল। চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সব শক্তিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন। আর এই অবস্থায় বাংলায় তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট ফিক্সড করে দিলেন তৃণমূল সুপ্রিমো। খবর মিলেছে, এবার উত্তরপ্রদেশ থেকে লোকসভার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ঘাসফুল শিবির। তবে ওই আসনে কে প্রার্থী হবেন? সেটা এখনও খোলসা করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ইতিপূর্বে এই নিয়ে নয়াদিল্লিতে অখিলেশ যাদবের সঙ্গে এই নিয়ে কথা হয় মমতার। সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককথায় বলা ভালো সিলমোহর পড়েছে।
উত্তরপ্রদেশের মত অন্যান্য রাজ্যেও একটি বা দুটি আসনে তৃণমূল কংগ্রেস সেখানের শক্তিশালী দলের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সেটা একক লড়াই করতে গেলে কখনোই সম্ভব নয়। কারণ উত্তরপ্রদেশের মাঠে নেমে পড়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৪০০টি আসনে কংগ্রেস লড়ে মাত্র দুটি পেয়েছিল। জমানত বাজেয়াপ্ত হয় বহু আসনে। সূত্র বলছে, খুব শীঘ্রই কংগ্রেস নেতৃত্বের কাছে জানতে চাওয়া হবে তাঁরা ক’টা আসন চাইছেনএসপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কংগ্রেসের প্রাক্তন নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের টিকিটে।
গত বছরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, আগামী দিনে বিজেপিকে হারাতে একাধিক রাজ্যে লড়াই করবে দল। মমতা সংযোজন করে বলেন আমরা অনেক রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করব। উত্তরপ্রদেশে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করব। গত বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে প্রচারে সমর্থন করতে ইউপিও গিয়েছিলেন মমতা। এছাড়াও বাংলা মজবুত করে, ঘর মজবুত করে চব্বিশে বিজেপিকে সরাতে হবে বলে হুঙ্কার ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কংগ্রেসের থেকে ‘সমদূরত্ব’ শব্দটি ব্যবহার না করলেও তৃণমূল বুঝিয়ে দিয়েছে, বিভিন্ন রাজ্যে আঞ্চলিক শক্তির সঙ্গে সমন্বয় রেখেই এখন এগোনো হবে। তারই ফলস্বরূপ চব্বিশের নির্বাচনে অন্যান্য রাজ্যেও পা বাড়াচ্ছে ঘাসফুল শিবির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সংগ্রাম এবং মানুষের পাশে থাকার ইতিহাসকে শ্রদ্ধা করেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের মতো নেতারা। সেই কারণে বারংবার বিভিন্ন ইস্যুতে মমতার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এখন প্রশ্ন হল, উত্তরপ্রদেশে যদি সমাজবাদী পার্টি তৃণমূলকে আসন ছারে, তাহলে কি বাংলায় আসন পাবে এসপি। সূত্র বলছে, কোনো রকম প্রত্যাশা ছাড়াই দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই আসন তৃণমূল কংগ্রেসকে দেওয়া হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম