।। প্রথম কলকাতা ।।
Google Doodle Competition: শিশু দিবসের দিনে শহর কলকাতার জয়-জয়কার ভারতময়। কারণ অবশ্য কলকাতার (Kolkatar) শ্লোক মুখার্জি। আজ Google খুললেই দেখা মিলবে শ্লোকের আঁকা ডুডলের। ২০২২ সালে ডুডল ফর গুগল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আর সেই প্রতিযোগিতার প্রথম পুরস্কার কলকাতার শ্লোক মুখোপাধ্যায়ের ঝুলিতে। ১৪ নভেম্বর তাঁর আঁকা ছবিটি গুগল ব্যবহার করেছে ডুডল হিসেবে। ছবিটিতে কী এঁকেছে শ্লোক যা মন জয় করে নিয়েছে সকলের?
চলতি বছরে ডুডল ফর গুগল প্রতিযোগিতার বিষয় ছিল আগামী ২৫ বছরে ভারত কোথায় গিয়ে পৌঁছাবে? কী কী করতে পারে? সেটাই ছবির মাধ্যমে প্রতিযোগীদেরকে তা ফুটিয়ে তুলতে হতো। সেই কাজটিই করেছে দেশের ১০০ এর বেশি শহরের প্রায় ১ লক্ষ ১৫ হাজার প্রতিযোগীরা। তাদের মধ্যে সেরার সেরা তকমা পেয়েছে শ্লোকের ছবি। ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’ শীর্ষক ছবিটি তাঁর আঁকা। যেখানে নিজের চিন্তা ভাবনাকে রঙয়ের সাহায্যে সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে সে।
এই ডুডল প্রসঙ্গে শ্লোকের বক্তব্য, ভারত আগামী ২৫ বছরে নিজস্ব প্রযুক্তিতে ইকোফ্রেন্ডলি রোবট তৈরি করবে। মানব সভ্যতার উন্নতির জন্য মহাকাশচারীরা নিয়মিত মহাকাশে যাতায়াত করবেন। শুধু তাই নয় আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে যোগাভ্যাস সবকিছুতেই উন্নতির পথে হাঁটবে ভারত। আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হয়ে উঠবে এই ভারতবর্ষে।
এই ডুডল ফর গুগল প্রতিযোগিতাটি বাচ্চাদের সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার জন্য আয়োজিত করা হয় গুগলের তরফ থেকে। যেখানে ১ লক্ষ ১৫ হাজার প্রতিযোগী নিজেদের ছবি পাঠিয়েছিলেন। তবে তাদের মধ্যে চূড়ান্ত পর্বে কুড়িজন প্রতিযোগী জায়গা নিয়ে করে নেন। আর তারপর সেই কুড়িটি ছবি নিয়ে অনলাইন ভোটিং করা হয়। এইভাবে ভোটিং এর মাধ্যমেই বেছে নেওয়া হয়েছে ২০২২ সালের ডুডল ফর গুগল-এর সেরা ছবি। এই প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করেছিলেন ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম