।। প্রথম কলকাতা ।।
Winter Fashion Tips : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের পছন্দ বদলে গিয়েছে। একেবারেই বদলে গিয়েছে ফ্যাশনের হালহকিকত। কাঠপোড়া গ্রীষ্মকালের রোদ হোক কিংবা হাড় কাঁপানো কনকনে ঠান্ডা হওয়ার শীতের সকাল, কাজে তো সকলকে যেতেই হবে। গ্রীষ্মকালে যদিও বা হালকা পাতলা কোন জামা আপনার সমস্যা সমাধান করে দিতে পারে কিন্তু শীতকালে অফিসে যাওয়ার জন্য কী পরবেন তা ঠিক করতে বেশ খানিকটা ঝক্কি পোহাতে হয়। আর তারপর শীত থেকেও নিজেকে বাঁচাতে হবে সেই বিষয়টাও থাকে মাথায়।
শীতের দিনে অফিসে যাওয়ার জন্য কী কী পরতে পারেন আপনি ? আপনার আলমারিতে শীতের সাজে নতুনত্ব বজায় রাখতে কী কী যুক্ত করতে পারেন ? আজকের প্রতিবেদনে রইল সেই সংক্রান্ত কিছু টিপস।
* সকালের দিকে অফিসে ভারী একটা পুলওভার পরে যাওয়া বেশ বেমানান । তাই হাফ জিপ সোয়েট শার্ট আপনাকে বেশ আরাম দেবে। দেখতেও দারুন স্টাইলিশ লাগে এই সোয়েট শার্ট গুলি।
* সোয়েট শার্ট এর সঙ্গে মানানসই একটা ডেনিম কিংবা ট্রাউজার। তাহলেই অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি আপনি।
* বর্তমানে বাজারে ট্রাউজারের চাহিদা ব্যাপক। ফরমাল ট্রাউজার থেকে ক্যাজুয়াল ট্রাউজার সবকিছুতেই মন মজেছে ফ্যাশন প্রেমীদের । একটা হালকা ব্লেজার কিংবা হুডি ট্রাউজারের সঙ্গে পেয়ার আপ করতেই পারেন। তার সঙ্গে অল্প হিলের একটা পাম্প সু বেশ মানাবে।
* এছাড়াও অপশন হিসেবে রাখতে পারেন স্কার্ট। কিন্তু ডেনিম, ট্রাউজার বা স্কার্ট এর সঙ্গে কী ধরনের টপ পরবেন সেটাও কিন্তু চিন্তার ব্যাপার। এক্ষেত্রে আপনি একটা সেফ অপশন হিসেবে নিজের আলমারিতে কয়েকটা ক্রিঙ্কেল টপ রাখতেই পারেন। কারণ এই টপগুলি দেখতে খুবই ক্যাজুয়াল হয়। ফর্মাল ট্রাউজারের সঙ্গে পেয়ার আপ করলে অফিসে যাওয়ার জন্য এক্কেবারে পারফেক্ট পোশাক।
* একজোড়া স্নিকার্স আপনার জুতোর কালেকশনে থাকা চাই। ঠান্ডায় স্নিকার্স আপনার পাকেও বাঁচাবে একই সঙ্গে বেশ আরামদায়ক।
* এছাড়াও প্যারালাল প্যান্ট এবং ট্যাঙ্ক টপ দারুন একটা অপশন । আর তার সঙ্গে লেয়ারিং করতে পারেন সুন্দর প্রিন্টের একটা সুতির ব্লেজার।
এইগুলি যদি আপনার আলমারিতে থাকে আপাতত চলতি বছরের শীত স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবেন। এছাড়াও অফিস মিটিং কিংবা সন্ধ্যার পার্টি অ্যাটেন্ড করতে আপনি ভরসা রাখতে পারেন উলেন মেটেরিয়ালের কোন ওয়ান পিসের উপর। তার সঙ্গে একটা লং কোর্ট বেশ ভালো মানাবে। নিজের লুককে আরেকটু আকর্ষণীয় করে তুলতে তার সঙ্গে একটা স্কার্ফ অ্যাড করতেই পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম