।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমনকি আবহাওয়া শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আগামী ২৯ তারিখ থেকে সামান্য পরিবর্তন হতে পারে তাপমাত্রা । আগামী দিন তাপমাত্রা বাড়তে পারে ১-৩ ডিগ্রি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে কলকাতার আকাশ মেঘহীন থাকবে।
বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ বাড়বে, কারণ ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে বাংলা থেকে শীত উধাত্ত না হলেও ঠান্ডা কমবে অনেকটাই। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এছাড়া আর বড় কোনও পরিবর্তন নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিন মাঝারি কুয়াশা থাকবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।
একদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। উইকেন্ডে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুই সিস্টেমে শীতের স্পেলে সাময়িক বিরতি বাংলায়। জানা যাচ্ছে, বড়দিনে কমতে পারে শীতের আমেজ। ২৪ ডিসেম্বরের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সান্তার অপেক্ষা নয়, বরং হালকা গরম-পোশাক পরেই শহরের রাস্তায় বড়দিন পালন করা যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সব মিলিয়ে শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম