।। প্রথম কলকাতা ।।
India takes over G-20 Presidency: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে G-20’র সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এই দায়িত্ব G-20 গ্রুপের সদস্যদের মধ্যেই ঘুরতে থাকে। এদিন দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অ্যাজেন্ডা হবে কর্মমুখী, সিদ্ধান্তমূলক এবং উচ্চাভিলাষী। এই উপলক্ষে ভারতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে জি-২০ বৈঠকে সভাপতিত্বের দায়িত্বভার যায় ভারতের কাঁধে। আর এবার থেকে দিল্লিতে হুমায়ুনের সমাধি এবং পুরাণ কুইলা দিয়ে শুরু করে গুজরাটের মোধেরা সূর্য মন্দির ও ওড়িশার কোনার্ক সূর্য মন্দির, বিহারের শের শাহ সুরির সমাধি সহ ১০০টি স্মৃতিসৌধে আগামী এক সপ্তাহ পদ্মফুল আঁকা G20-র লোগোর আলো জ্বলজ্বল করবে। ‘ইন্ডিয়া টিভি’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোদীজি বলেছেন, ‘আজ যখন ভারত G20’র সভাপতিত্ব গ্রহণ করেছে, তখন আমরা আগামী দিনে কিসের ভিত্তিতে কাজ করতে চাই সে সম্পর্কে কিছু চিন্তাভাবনা লিখেছি। একই পুরনো মানসিকতায় আটকে থাকার সময় চলে গেছে, যা অভাব এবং দ্বন্দ্ব উভয়ের দিকে নিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং সমগ্র মানবতার উপকারের জন্য মৌলিক ভাবনায় বদল আনার সেরা সময় এটি’।
এই এক বছরে দেশজুড়ে প্রায় ২০০টি বৈঠক হবে। যার প্রথমটি চলতি সপ্তাহের শেষে রাজস্থানের উদয়পুরে হতে চলেছে। মূল বৈঠক হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এদিকে এই মুহূর্ত ভারতের জন্য গর্বের বলে জানিয়েছেন নমো। পাশাপাশি তাঁর বক্তব্য, ‘ভারত বিশ্বজনীন ঐক্যবদ্ধতার প্রচার করবে। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’। তাঁর কথায়, ‘আমরা একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। কিন্তু তা সমাধানের জন্য আমাদেরকে লড়াই করলে চলবে না। একসঙ্গে মিলে কাজ করতে হবে’।
বিশ্বের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশ মিলিয়ে একটি মঞ্চ জি-২০। যেখানে ভারত ছাড়াও আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, চিন, কানাডা, ইতালি, জাপান, উত্তর কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, তুরস্ক এবং ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে। আর এতগুলি দেশের মধ্যে এবার ভারত জি-২০’র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে। ১ ডিসেম্বর অর্থাৎ গতকাল থেকে সেই দায়িত্ব পালন করা শুরু করেছে এদেশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম