।। প্রথম কলকাতা ।।
Misa Sawdagar: খল চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। নিজের কেরিয়ারে প্রায় সাড়ে ৯০০ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির এই অভিনেতা। তবে সেভাবে কখনও মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়নি। এই প্রথম ইসলামিক গানের মডেল হয়েছেন মিশা সওদাগর।
উল্লেখ্য, সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের কন্ঠে ‘মইরা গেলে ফিইরা আসে না’ গানের ভিডিওতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার ইসলামি সঙ্গীত প্রকাশের পরিচিত প্লাটফর্ম ‘হলি টিউন’ থেকে প্রকাশ করা হয় সেই ভিডিও। ‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গাজীপুরের পুবাইলে ভিডিওটির শ্যুট করা হয়েছে। মিউজিক ভিডিওতে প্রথম কাজ করা নিয়ে মিশা জানিয়েছেন, ‘সবসময় ধর্মীয় আয়োজনের পাশে থাকার চেষ্টা করি আমি। নিজেও ধর্ম মেনে চলি। সেই ভাবনা থেকেই গানটিতে মডেল হয়েছি। আমাকে দেখে আমার দর্শকরাও হয়তো ধর্ম পালনের খানিকটা চেষ্টা করবেন’।
‘DTB’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গানটির প্রেক্ষাপট নিয়ে মিশা জানিয়েছেন, ‘গজলটির মধ্যে আমি নানাভাবে অর্থ উপার্জন করি। এখানে আমার শিশু সন্তানটি একদিন মারা যায়। তারপর আমার মধ্যে প্রশ্ন জাগে, কেন এত টাকা আমি উপার্জন করছি? বলতে গেলে, একজন মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না। তবুও আমরা অন্যায় পথে তা উপার্জন করে যাই। আর সেই বার্তাই এই গানটির মধ্যে রয়েছে’। এই মুহূর্তে ‘আহারে জীবন’, ‘লিডার-আমিই বাংলাদেশ’, ‘শেহজাদ খান’ সহ বেশ কিছু সিনেমা রয়েছে মিশা সওদাগরের ঝুলিতে। আর এর মাঝে এই মিউজিক ভিডিও করতে তাঁর বেশ ভালই লেগেছে। তা তাঁর কথাতে প্রকাশ পেয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম