।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: উত্তুরে হাওয়ার দরুন রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শুধু ঠান্ডা পড়ায় নয় পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া পারদ-পতনে কালিম্পঙকে পিছনে ফেলে দিয়েছে । শুধু কি তাই ? উত্তরের জেলাগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের জেলা বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর। আপাতত অবাধ উত্তুরে হাওয়ার কারণে দক্ষিণবঙ্গে জারি থাকবে শীতের স্পেল। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আগামী শনিবার থেকে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বড়দিনের আগেই কমবে শীতের তেজ। সপ্তাহান্তে আরও বাড়তে পারে পারদ।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে অবস্থান করছে।অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
ডিসেম্বরের শেষ লগ্নে এসে হাওয়া অফিস দুসংবাদ দিল শীতপ্রেমীদের জন্য। তাপমাত্রা বাড়ছে গতকাল দুপুরের পর থেকেই। চলতি মরশুমে বজায় রয়েছে শীতের স্পেল। দুপুরের সময় কনকনে ভাব উধাও হলেও সন্ধ্যের পর থেকে শুরু হচ্ছে হিমেল উত্তুরে হাওয়া। ফের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে কয়েক দিনের ঠান্ডার স্পেলের পরেই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল অন্য বছর ডিসেম্বর-জানুয়ারিতে যে ঠান্ডা থাকে, এবার তা থেকে তাপমাত্রা বেশি থাকবে। সেই মতো শুক্রবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যেপরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলায় জেলায় চলছে শীতের লম্বা স্পেল। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। এবং পরে পরিষ্কার আকাশ। আপাতত আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের একটু একটু করে বৃদ্ধি পেতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম