।। প্রথম কলকাতা ।।
Tarapith Temple: তারাপীঠ মন্দিরে নিষিদ্ধ হল মোবাইলের ব্যবহার। মন্দিরে ছবি বা ভিডিয়ো তোলা যাবে না, জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। তারা মায়ের দর্শন পাওয়ার জন্য দর্শণার্থীদের বেশ কিছু নিয়মের মান্যতা দিতে হবে বলে জানানো হয়েছে। মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে মন্দির সেবাইত কমিটি। তাতে নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ১ পৌষ সোমবার তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা, সম্পূর্ণভাবে নিষিদ্ধ মায়ের সঙ্গে ছবি তোলাও। এমনকী স্মার্ট ফোন নিয়ে ভিতরে যেতে পারবেন না পুজো দিতে নিয়ে যাওয়া কোনও সহকারী সেবাইতও। মন্দিরের গর্ভগৃহে কোনও সেবাইত আজ থেকে মোবাইল নিয়ে ঢুকবেন না। মন্দিরের ভিতর মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া বন্ধ আজ থেকে। তার পরিবর্তে মন্দিরের চত্বরে অঞ্জলি সেরে পুজো দিয়ে মাকে দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। সেবাইত কমিটি জানিয়েছে, গর্ভগৃহে ছবি তুলতে গিয়ে অশান্তি হচ্ছে। একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। ভক্তরা শুধু একটা ছবি নয়, নানাভাবে ছবি তুলে রিল বানাতে শুরু করেছে।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, যত দিন যাচ্ছে ততই তারাপীঠ চত্বরে ভক্তদের ভিড় বাড়ছে। তাই দর্শনার্থীদের যাতে লাইন দিয়ে পুজো দিতে অসুবিধা না হয় আর সময় কম লাগে সেই জন্য কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। সব শেষে একটা কথায় বলার তারাপীঠে মা তারার মন্দিরে এসে পুজো দেওয়ার সময় গর্ভ গৃহে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছে অনেকেরই থাকে। তবে আগামী ডিসেম্বর থেকে ভক্ত বৃন্দের সেই ইচ্ছা আর পূরণ হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম