।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ দুই ভাগেই ১৪-১৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পশ্চিমের জেলা ও শহরগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নতুন সপ্তাহে নামতে পারে ১০ ডিগ্রির ঘরে। ফের ভোরের দিকে বাড়তে পারে কুয়াশা। পশ্চিমে জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও কাঁপছে শীতে। বিশেষ করে শীত জাঁকিয়ে থাবা বসাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের পাশাপাশি ঝাড়গ্রামেও। হাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশাও রয়েছে।
বাংলার একাধিক জেলায় তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল,বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে।অকাল-বৃষ্টিও ছিল সঙ্গে। কিন্তু নিম্নচাপের মেঘ সরতে না সরতেই আবহাওয়ার ভোল বদলে গিয়েছে। হু হু করে নামতে শুরু করেছে পারদ। মাঝ-ডিসেম্বরে শীত আরও জাঁকিয়ে বসছে। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, উত্তুরে হাওয়ার দাপট থাকায় দক্ষিণবঙ্গে মঙ্গল-বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। ঠান্ডা আগামী কয়েক দিন বজায় থাকলেও বড়দিনের সময় এই ঠান্ডার আমেজে বাধা পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বড়দিনের সময়ে এই ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা ১ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম