।। প্ৰথম কলকাতা ।।
WhatsApp: হোয়্যাটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট হোক বা প্রয়োজনীয় চ্যাট। নিজের ব্যক্তিগত কথোপকথন অন্যকে দেখাতে চান না অনেকেই। আর তাঁদের জন্য সুখবর আনল হোয়্যাটসঅ্যাপ। এবার থেকে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লকের ব্যবস্থা করা হল। হোয়্যাটসঅ্যাপে এসেছে একটি নতুন ফিচার। যার নাম ‘চ্যাট লক’। এই ফিচার আসলে ব্যবহারকারীর সুরক্ষার জন্য বলেই দাবি করা হয়েছে। চ্যাট গোপন রাখতে ব্যবহারকারীরা একটি পাসকোডের ব্যবহার করতে পারেন। এই ব্যবহারের ফলে সব লক করা চ্যাট কোনও ভাবেই দেখা যাবে না চ্যাট তালিকায় । সেক্ষেত্রে ওই চ্যাট অ্যাক্সেস করা যেতে পারে গোপন কোডের মাধ্যমে , বা ফ্রিঙ্গার প্রিন্টের মাধ্যমে।
কীভাবে হোয়্যাটসঅ্যাপে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লুকিয়ে রাখতে পারবেন?
১) প্রথমেই হোয়্যাটসঅ্যাপ ওপেন করুন। যে চ্যাট লক করতে চাইছেন, সেখানে যান ।
২) সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লুকিয়ে রাখতে ‘চ্যাট লক’ খুলতে হবে।
৩) ‘Chat Lock’ সেটিংস ওপেন করার জন্য ডানদিকের একেবারে উপরে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে।
৪) ‘Secret Code’-এ ট্যাপ করতে হবে। যে সিক্রেট কোডে শব্দ, নম্বর বা ইমোজি থাকতে পারে।
৫ ) যেভাবে অন্যান্য ক্ষেত্রে পাসওয়ার্ড বানান, সেভাবেই নিজের সিক্রেট কোড তৈরি করতে হবে।
৬) সিক্রেট কোড কনফার্ম করে ‘Done’-এ ট্যাপ করতে হবে।
কিন্তু যে ব্যক্তিগত চ্যাট আপনি লক করবেন সেই চ্যাট অর্থাৎ কন্ট্যাক্ট আপনার স্ক্রিনে দেখা যাবে না। সেক্ষেত্রে চ্যাটবক্সটি উপর দিক থেকে একটু নিচের দিকে সোয়াইপ করলেই চ্যাট লক পেয়ে যাবেন , সেখান থেকে অতি সহজেই আপনি ফের চ্যাট করতে পারবেন।
আপনাদের বোঝার সুবিধার্থে Technical boss নামক একটি ইউটিউব চ্যানেল এর লিংক দেওয়া রইলো। অতি সহজেই যাতে এর ব্যপারে আপনারা অতি সহজেই বিষয়টিকে আয়ত্তে আনতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম