।। প্রথম কলকাতা ।।
Snowfall in Sikkim: সিকিমে ঘুরতে গিয়ে প্রবল তুষারপাতে আটকে যান ১২১৭ জন পর্যটক। বুধবার রাতে ভারতীয় সেনা তাঁদের উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা বাড়লে পর্যটকদের উদ্ধার করে ধীরে ধীরে গ্যাংটকে নামানো হয়েছে। জানা গেছে, এদিকে পর্যটকদের ভিড় বাড়ছে শীতের মরশুমে। পর্যটকরা পূর্ব সিকিমে উঁচু পাহাড়ে এলাকায় তুষারপাতে আটকে পড়ে । সেই দলে ছিল বষষ্ক, মহিলা ও শিশুরা। তারপর ভারতীয় সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধার করা হয়।
আবহাওয়া খারাপের সাথে সাথে প্রবল তুষারপাত। সিকিমে সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেলেন বহু পর্যটক। শেষ খবর অনুযায়ী, ১২১৭ জন পর্যটক উদ্ধারকাজ চলছে এখনও। পূ্র্বাভাস ছিল সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত হবে। আর তা সত্যি করে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু অংশে শুরু হল তুষারপাত। তুষারপাত হয় দার্জিলিংয়ের সান্দাকফু ও সীমান্ত এলাকায়। মঙ্গলবার রাত থেকেই টানা তুষারপাত শুরু হয়েছে এরই সঙ্গে সিকিমের পেলিং ও লাচুংয়ে । তুষারপাতের ফলে সাদা চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। লাচুং থেকে পেলিং, রাবাংলা, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয়। শীতের মরশুমে এটাই এই এলাকায় প্রথম তুষারপাত বলে জানা যাচ্ছে।
তবে, চলতি বছরে এটা প্রথম তুষারপাত নয়। এই বারে গত ১৮ অক্টোবর সিকিমে প্রথম তুষারপাত হয় । শীতের মরশুমে ফ্রেশ স্নো-ফল দেখতে পর্যটকরাও ছুটছেন দার্জিলিং-সিকিমে। তবে সাবধান! প্রবল তুষারপাতে আটকে পড়েছেন পর্যটকরা । কনকনে ঠান্ডায় ঘোর বিপদের মুখ থেকে পর্যটকদের উদ্ধার করলেন জওয়ানরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম