।। প্রথম কলকাতা ।।
Parliament Security: ১৩ই ডিসেম্বর লোকসভায় হঠাৎ রংবোমা নিয়ে হানা দেয় ২ যুবক। যার জেরে গোটা দেশ জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সমালোচক মহলে প্রশ্ন উঠছে, সংসদের নিরাপত্তা নিয়ে। এবার সেই সংসদের নিরাপত্তা জোরদার করতে নেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমনভাবে সংসদের নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, যেখানে অপরিচিত সন্দেহজনক কেউ এলে সহজেই শনাক্ত করা যাবে। তালিকায় রয়েছে বডি স্ক্যানার থেকে শুরু করে কাঁচের পর্দা। ইতিমধ্যেই অধিবেশন চলাকালীন দর্শকদের বেপরোয়া আচরণ আটকাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা।
লোকসভায় হঠাৎ ওই দুই যুবকের হানাদারির ঘটনা সত্যিই অস্বাভাবিক। কিভাবে যে মার্শালদের নজরদারি এড়িয়ে ওই দুই ব্যক্তি অত সহজে একেবারে লোকসভার দর্শন আসনে গিয়ে বসলেন, তারপর ফ্লোরের ঝাঁপ দিলেন তার তদন্ত চলছে। পুরো ঘটনাই যেন সিনেমার মতো। তারপর গ্যাস ভরা রং বোমা নিয়ে নিরাপত্তা বলয় টপকে ঢুকে পড়ে অধিবেশন কক্ষে। স্বাভাবিকভাবেই এর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই ঘটনার পর বুধবার দুপুরে সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে তড়িঘড়ি সর্বদলীয় একটি বৈঠক ডাকা হয়। সেখানেই নিরাপত্তা আরো কড়া করতে দেওয়া হয় একগুচ্ছ প্রস্তাব। সেই তালিকায় রয়েছে-
• সাংসদ, সংসদ কর্মী, সাংবাদিক এবং দর্শকদের সংসদে প্রবেশের ক্ষেত্রে আলাদা আলাদা প্রবেশ পথ থাকবে।
•সংসদে প্রবেশকারীদের খানাতল্লাশির জন্য বসানো হবে বডি স্ক্যানার।
•অধিবেশন চলাকালীন যাতে কোন সমস্যা না হয়, তাই আরো বাড়ানো হবে নিরাপত্তারক্ষীর সংখ্যা।
•সংসদে প্রবেশের জন্য চালু করা হতে পারে দ্রুত স্মার্ট কার্ড।
•দর্শক আসন থেকে যাতে কেউ রাজ্যসভা বা লোকসভার ফ্লোরে গিয়ে ঝাঁপ না মারতে পারে তার জন্য মূল অধিবেশন কক্ষ আর দর্শক আসনের মধ্যে বসানো হবে কাঁচের দেয়াল।
নতুন নিরাপত্তা ব্যবস্থা যতদিন না কার্যকর হচ্ছে ততদিন পর্যন্ত দর্শকদের জন্য বন্ধ থাকবে সংসদ ভবন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম