।। প্রথম কলকাতা।।
Rahu Kaal: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এমন বেশ কিছু গ্রহ, নক্ষত্র, যোগ এবং মুহুর্ত রয়েছে যাদেরকে শুভ আর অশুভ এই দুইভাবে ভাগ করা যায়। এমন কিছু যোগ বা মুহূর্ত রয়েছে যেখানে কোন কাজ শুরু করলে তা সাফল্য পেতে বাধ্য। আবার এমন কিছু যোগ রয়েছে যেখানে শুভকাজ না করাই শ্রেয়। জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে, এই রাহু কালের সঙ্গে জড়িত রয়েছে রাহু গ্রহের সম্পর্ক। মূলত বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সমস্ত গ্রহ গুলির মধ্যে সবথেকে নিষ্ঠুর গ্রহ হিসেবে রাহুর নাম উল্লেখ করা হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যাদের উপর রাহু কাল প্রভাব ফেলে তাঁরা মানসিক অবসাদে ভোগেন । যদি সেই ব্যক্তি ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে তাঁর ব্যবসায় অবনতি দেখা দেয়। তবে রাহুকে শান্ত করার উপায় রয়েছে। আর সেই উপায় বর্ণিত রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। রাহু শান্তির জন্য মূলত দুর্গা এবং ভৈরবের পুজো করা হয়। প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় থাকে যাকে রাহু কাল বলা হয়। সেই সময়ে কোন শুভ কাজ না করার পরামর্শই দেওয়া হয়।
* কখন কখন রাহু কাল থাকে ?
রবিবার- বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত
সোমবার- সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত
মঙ্গলবার – দুপুর তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত
বুধবার – দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত
বৃহস্পতিবার – দুপুর ১:৩০ টা থেকে তিনটে পর্যন্ত
শুক্রবার – সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত
শনিবার- সকাল ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত
উল্লেখ্য, জ্যোতিষবিদদের মতে দিনের বেলাতে রাহু কালের প্রভাব বেশি থাকে । রাতের বেলায় তেমন প্রভাব থাকে না।
* রাহু কালে কী কী কাজ করতে নেই ?
১. কোন নতুন ব্যবসার উদ্বোধন করবেন না।
২. নতুন ঘরে প্রবেশের পুজো এড়িয়ে যান রাহু কালে।
৩. যে সময় রাহুর ছায়া থাকবে সেই সময় নতুন কোন জিনিস কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন না।
উপরে উল্লেখিত রাহু কাল সম্বন্ধিত সকল তথ্য সম্পর্কে বিশেষজ্ঞ জ্যোতিষবিদদের সঙ্গে আলোচনা করে নেওয়া অত্যন্ত জরুরি ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম