।। প্রথম কলকাতা ।।
২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২ (Qatar World Cup)। উত্তেজনার পরদ চড়ছে বিশ্ব ফুটবলে। প্রথম শীতকালীন বিশ্বকাপে মরুভূমিতে ঝড় তুলতে নামছে বিশ্বের তাবড় তাবড় দেশগুলি। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ব্রাজিল, বেলজিয়াম, পর্তুগাল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স সহ একাধিক দেশ। তবে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিল কখন দল ঘোষণা করে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা (Argentina)। দলে সেইরকম কোন চমক না থাকলেও , অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার চোট ছিল আর্জেন্টাইন শিবিরের অন্যতম মাথাব্যাথার কারণ। তবে এই দুই তারকাকে নিয়েই ২৬ জনের দল ঘোষণা আলবিসেলেস্তেরা।
অধরা বিশ্বজয়ের লক্ষ্যে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। কাতার বিশ্বকাপই যে তাঁর শেষ বিশ্বকাপ সেকথা আগেই ঘোষণা করেছিলেন বিশ্বফুটবলের জাদুকর। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফির খরা কাটিয়ে কোপা আমেরিকা এনে দিয়েছেন দেশকে। গত এক দশক ধরে বিশ্বফুটবলে রাজ করছেন তিনি। জিতেছেন একাধিক ব্যক্তিগত পুরস্কার। সর্বোচ্চ সাতবার ব্যালন ডি আর জয়ী তারকা পায়ের জাদুতে রাঙিয়ে দিয়েছেন বিশ্বফুটবলের আঙিনা। তবে অধরা থেকে গেছে বিশ্বকাপ জয়। ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও জার্মানির কাছে পরাজিত হয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এবার কী তবে ফুটবল জাদুকরের হাতের ছোঁয়া পাবে সোনালী ট্রফি। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বজয়ের আশায় বুক বেঁধেছে আলবিসেলেস্তে সমর্থকরা।
বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ক্লাবের জার্সি গায়ে আলো ছড়াচ্ছেন তিনি। ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড। যেখানে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রীতিমতো লড়াই করছেন মাঠে নামার জন্য সেখানে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। শেষবার মেসি ম্যাজিকের অপেক্ষার প্রহর গুনছে ফুটবলপ্রেমীরা। মেসির নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। ৩৫ ম্যাচে অপরাজিত লিওনেল স্কোলানির দল। এর আগে এই রেকর্ড ছিল ব্রাজিল ও স্পেনের। কাতার পৌঁছানোর আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তাই সবর্শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে মেসিব্রিগেড। ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে নীল-সাদা জার্সিধারীরা।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরকে চিন্তায় রেখেছিল দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পাওলো দিবালা এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার চোট। ছিটকে গেছেন জিওভানি লো সেলসোর। তবে সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে পাওলো দিবালা এবং অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এছাড়া দলে নেই তেমন কোন চমক। গোলের নীচে অতন্দ্র প্রহরী রুপে স্কোলানির একমাত্র ভরসা এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়াও ব্যাকআপ গোলরক্ষক হিসেবে রয়েছেন ফ্রাঙ্কো আর্মানি ও জেরোনিমো রুলি। মাঝমাঠে আর্জেন্টিনার ভরসা রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিওরা। আক্রমণভাগে মেসির সঙ্গে পাওলো দিবালা ও ডি মারিয়া ছাড়াও রয়েছেন লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া।