।। প্রথম কলকাতা।।
Panic Button in New Town: পথ চলতি মানুষের বিপদের শেষ নেই। বর্তমানে রাস্তায় বেরোলেই কোন অঘটনের আশঙ্কা আমাদের মনে থেকেই যায় । চুরি, ডাকাতি, শ্লীলতাহানি, আইনশৃঙ্খলা ভঙ্গ করার মতো বহু ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যদিও এই সমস্ত ঘটনা রুখতে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর । কিন্তু তারপরেও এই ধরনের বহু ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । তাই এবার পথ চলতি সাধারণ মানুষের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে ব্যবহার করা হবে স্মার্ট অ্যালার্ট সিস্টেম । নিউটাউনের বহু রাস্তায় পথ নির্দেশককারী খুঁটিতে লাগানো হবে প্যানিক বাটন।
হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এনকেডিএর আইটি সেল এর সঙ্গে এই প্যানিক বাটন গুলি সংযুক্ত থাকবে। তাই পথ চলতে কোন সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হলে দ্রুত প্যানিক বাটন টিপে সেটা জানিয়ে দিতে পারবে এনকেডিএর কন্ট্রোলরুমে। ওই প্যানিক বাটন এর মধ্যে থাকবে মাইক্রোফোন । যেই মাইক্রোফোনের সাহায্যে বিপদের সম্মুখীন হওয়া ব্যক্তি এনকেডিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন। বিষয়টি যদি আইন শৃঙ্খলা সংক্রান্ত হয় তবে এনকেডিএর তরফ থেকেই পুলিশকে খবর দেওয়া হবে।
দ্রুত যাতে মানুষ সাহায্য পেতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখেই এই প্যানিক বাটনের ব্যবস্থা করা হয়েছে। নিউটাউনের বহু রাস্তায় ইতিমধ্যেই প্যানিক বাটন লাগানোর কাজ শেষ হয়েছে। কিন্তু বাকি রয়েছে আরও বেশ কিছু রাস্তা। যেই রাস্তা গুলিতে প্যানিক বাটন লাগানো হয়েছে সেইগুলি এখনও চালু হয়নি। এনকেডিএর আইটি সেল এর সঙ্গে সেগুলিকে সংযুক্ত করার কাজ চলছে। এনকেডিএর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিউ টাউনের বাসিন্দারা। তাদের নিরাপত্তার খাতিরে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে জানিয়েছেন তাঁরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম