।। প্রথম কলকাতা ।।
Scam without OTP: জালিয়াতি থেকে বাঁচতে বারংবার সতর্ক করা হয়, কারোর সঙ্গে যেন কেউ ওটিপি শেয়ার না করেন। কিন্তু সম্প্রতি সেই ওটিপিরও দরকার পড়ছে না। জালিয়াতরা অতি সহজেই ফাঁকা করে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু কিভাবে সম্ভব? কোন প্রক্রিয়ায় এমনটা করছে? এক্ষেত্রে আপনি কিভাবে সতর্ক থাকবেন? কিভাবে বুঝবেন আপনি প্রতারকদের চক্করে পড়েছেন এবং সেখান থেকে বাঁচতে হবে? আপনি যদি অধিকাংশ লেনদেন অনলাইনে করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটা অবশ্যই পড়ে রাখুন। আপনার সামান্য কয়েকটা সিদ্ধান্ত সর্বস্বান্ত হওয়া থেকে বাঁচিয়ে দেবে।
ওটিপি না চাইতেই ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি করা আজ কাল কোনো ব্যাপারই নয়। এটি এড়াতে আপনি কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন। ‘নবভারত টাইমস’ এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এক মহিলার অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা গায়েব হয়েছে। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে আপনাকে খুব সতর্ক হতে হবে। একটি ভুলের কারণে লাখ লাখ টাকার ক্ষতি হতে পারে। গত ৩১ অক্টোবর এক মহিলার সঙ্গে প্রতারণার নতুন ঘটনা সামনে এসেছে। ওই মহিলার কাছে কিন্তু প্রতারকরা ওটিপি চাননি। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা এবং বিষয়টি পুলিশকেও জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও তৎপর হয়ে তদন্ত শুরু করে। এমনকি মহিলাটি এই বিষয়ে কোনও কলও রিসিভ করেননি এবং কোনও তথ্য চাওয়া হয়নি।
প্রকৃতপক্ষে, স্ক্যামাররা এই কেলেঙ্কারীটি চালাতে একটি বিশেষ মোড ব্যবহার করে। মাঝে মাঝে ওয়্যারলেসও ব্যবহার করেন। এখন লোকেরা ওয়্যারলেস লেনদেনের সাহায্যে এটি করে। তারা একই ধরনের ক্রেডিট কার্ডের তথ্য পায় এবং ব্যবহারকারীর ব্যাপক ক্ষতি করে। অতএব, আপনাকেও অবিলম্বে এই বিষয়ে সতর্ক হতে হবে। বাঁচতে গেলে নিরাপদে রাখতে হবে আপনার কার্ডের ডিটেলস। কার্ডের তথ্য জালিয়াতের হাতে চলে গেলে মহাবিপদ। তাই ডেবিট কার্ড ডিটেইলস একেবারেই সেভ রাখবেন কোথাও। তথ্য ওই সাইটে যাতে সেভ না থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটি টিক অফ করবেন। প্রতিবার ট্রানজ্যাকশনের সময় সব তথ্য লিখবেন। কখনোই সময় বাঁচানোর জন্য কার্ডের ডিটেইলস সেভ করবেন না। অযথা ক্রেডিট কার্ডে খরচের ঊর্ধ্বসীমা বেশি রাখবেন না। মনে রাখবেন, অনলাইন শপিং যতটা সুবিধে করে দিয়েছে, ততটা ঝুঁকি বাড়িয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম