।। প্রথম কলকাতা ।।
Chinese Pneumonia: করোনার প্রাবল্য অনেকটাই স্তিমিত হয়েছে। নয়া রজার প্রাদুর্ভাবে নতুন করে চিন্তা বাড়ল। একই রকমের উপসর্গ নিয়ে অসুস্থ হচ্ছে বেশ কিছু শিশু। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে একরত্তিদের ভিড় বাড়ছে হাসপাতালে। আশঙ্কা রয়েছে যে এই রোগটি চীনের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়তে পারে, যা করোনভাইরাস মহামারীর কথা ফের মনে করিয়ে দিতে পারে। ভারতের মতো আশেপাশের দেশগুলি এই রোগটি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে।
আরেকটি ভাইরাস চীনে তোলপাড় সৃষ্টি করেছে গত কয়েকদিন ধরে। যুক্তরাজ্যের একজন শীর্ষ চিকিত্সকের মতে, চীনে ছড়িয়ে পড়া নিউমোনিয়ার রহস্যময় তরঙ্গ কোভিডেরই একটি রূপ। চিনের বেজিং এবং লিয়াওনিংয়েই এই রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানকার শিশু হাসপাতালগুলিতে দলে দলে রোগীভর্তি চলছে বলে জানা গিয়েছে। এই রোগে এখনও পর্যন্ত যে উপসর্গগুলি চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল, জ্বর, ফুসফুসের প্রদাহ। কিন্তু ফ্লু হলে যেমন কাশি হয়, এক্ষেত্রে কাশি হচ্ছে না শিশুদের। চীনে শিশুদের নিউমোনিয়া বাড়ছে কেন ? মনে করা হচ্ছে, শিশুদের মধ্যে এই শ্বাসকষ্টজনিত রোগের কারণ হিসেবে চীনে কোভিড-সংক্রান্ত বিধি-নিষেধ তুলে নেওয়া ও শীতের মওসুম এই দুটি বিষয় উঠে এসেছে।
জানা গিয়েছে, এই রোগের প্রকোপ ছড়িয়ে পড়তেই অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। চিনের শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ গত অক্টোবর থেকেই দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, চিনে শিশু, কিশোরদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক ‘অজানা নিউমোনিয়া’। বহু শিশু আক্রান্ত হচ্ছে এই রহস্যময় নিউমোনিয়ায়। কোভিড থেকে শিক্ষা নিয়ে এরকম এক পরিস্থিতিতে কেন্দ্র রাজ্যগুলিকে হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিপূর্বেই নির্দেশনা দিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম