।। প্রথম কলকাতা।।
Gujarat Election 2022: ভোটের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। ১৮২টি বিধানসভা আসনের ৮৯ টিতে ভোট হচ্ছে আজ। ‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত খবর অনুযায়ী ভোট নেওয়া হবে ভারতের মিনি আফ্রিকান গ্রামেরও। যা হচ্ছে জুনাগড় জেলার জাম্বুর গ্রামে আদিবাসী বুথে।
প্রতিবেদন অনুযায়ী ওই গ্রামের একজন প্রবীণ নাগরিক জানিয়েছেন, আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে নির্বাচন কমিশন আমাদের ভোট দেওয়ার জন্য বিশেষ অনুমতি দিয়েছে। তাঁর কথায়, ‘আমরা এই গ্রামে বহু বছর ধরে বাস করছি। কিন্তু এই প্রথমবার আমরা এতটা খুশি হয়েছি। আফ্রিকার মানুষ আমাদের পূর্বপুরুষরা। বহু বছর আগে ভারতে এসেছিলেন তাঁরা, যখন জুনাগরে দুর্গ তৈরি হচ্ছিল। এখানে কাজের জন্য আমাদের পূর্বপুরুষরা এসে হাজির হয়েছিলেন। তারপর ধীরে ধীরে আমরা বসতি স্থাপন করি’।
প্রসঙ্গে আব্দুল মাগুজ ভাই বলেছেন, ‘এই এলাকার জনগণকে প্রচুর দুর্ভোগ সহ্য করতে হয়। গ্রামটি দুই নদীর মাঝখানে অবস্থিত। এখানে সবাই একত্রে বসবাস করে। তৃতীয়বার এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরাও বিধানসভায় যেতে চাই, আমাদের হাতে অধিকার এলে আমরা আরও ভালো কাজ করতে পারব। সিদ্ধি উপজাতি সম্প্রদায় হিসেবে আমাদের পিরিচিতি’। তালালা থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মাগুজ ভাই জানিয়েছেন, স্থানীয়দের সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আমরা কথা বলেছি এবং লিখিতভাবেও জমা দিয়েছি। কিন্তু আমাদের সম্প্রদায় উপজাতি হয়ে গিয়েছে এখন, যে কারণে সমস্যা হচ্ছে। কৃষিকাজ এই সমাজের প্রধান পেশা।
এদিকে ভারতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, মোট ৩৯টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। যাঁদের মধ্যে ৭১৮ জন পুরুষ প্রার্থী এবং ৭০ জন মহিলা প্রার্থী সহ মোট ৭৮৮ জন প্রার্থী রয়েছে। আজ এই ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা। প্রথম ধাপে ১,২৪,৩৩,৩৬২ জন পুরুষ এবং ১,১৫,৪২,৮১১ জন মহিলা ও তৃতীয় লিঙ্গের ৪৯৭ জনকে মিলিয়ে মোট ভোটার ২,৩৯,৭৬,৬৭০। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৯.৮ লাখ সিনিয়র সিটিজেন ভোটার এবং ১০ হাজার ভোটার রয়েছে যাঁদের বয়স ১০০ বা তার বেশি। বিগত ২৭ বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারে প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ হয়েছে আপ। গতবার কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, জিতেছে গেরুয়া শিবিরই। দেখার এবার গুজরাটবাসীরা নতুন সরকার গঠন করে, নাকি মোদীতেই ভরসা রাখে। ফল প্রকাশ আগামী ৮ ডিসেম্বর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম