।। সুচিত্রা রায় চৌধুরী ।।
Lok Sabha Elections 2024: ২০২৪ মোদীর বিরোধী মুখে নতুন চমক নাকি? ইন্ডিয়া জোটে একাধিক জনপ্রিয় ফেস কে দাঁড়াবেন মোদীর বিরুদ্ধে নাকি অতি সন্ন্যাসী গাজন হবে নষ্ট? রাহুল ভার্সেস মোদী বিজেপির এই রণকৌশলেই বোকা বনেছে কংগ্রেস বারবার। এবারও কি সেটাই হতে চলেছে জানলে অবাক হবেন! রাজনীতি প্যাঁচ যে জিলিপির প্যাঁচের থেকেও জটিল সেটা বুঝতে পারবেন বিজেপির এই স্ট্র্যাটেজি জানলে। কংগ্রেস ভারতীয় জনতা পার্টির পাতা সেই ফাঁদে গুছিয়ে পা দিয়েছে। কোটি টাকার সেই প্রশ্নটা ওঠানোর সময় হয়ে এসেছে যে এবার। ২০২৪ লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর বিরোধী মুখ হিসেবে কাকে তুলে আনা হবে? লড়াইটা তো এবার আর বিজেপি কংগ্রেসের নয় বর্তমান ভারতের রাজনীতি বলছে লড়াই হবে বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোটের কিন্তু সেখানেও মুখ কে? ১৭ তারিখ বড় মিটিং ইন্ডিয়া জোটের সেখান থেকে আসতে পারে আরও আপডেট।
অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, নাকি সেই রাহুল গান্ধী? বিজেপির এখানেই রয়েছে সাজনো একটা ফাঁদ। তাতে যদি বিরোধী জোট পা দেয় তাহলে চাপ আছে বলছেন বিশেষজ্ঞরা। বিজেপি সুকৌশলে লড়াইটাকে ‘মোদি বনাম রাহুল’ এই বাইনারিতে নিয়ে গিয়েছে। আর কংগ্রেসও সেই ফাঁদে পা দিয়েছে বারবার। কর্নাটকের বিধানসভা ভোটের জয়ের পর কংগ্রেসের একশ্রেণির নেতারা এই জয়কে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রার সাফল্য হিসাবে দেখাতে শুরু করেন, কিন্তু বিশ্লেষকেরা বলছেন ‘ভারত জোড়ো’ যাত্রাটি খায় না মাথায় দেয় সে-সম্পর্কে ভোটারদের কোনও ধারণাই নেই। কেনই বা একজন নেতার একটি পদযাত্রা দেখে মানুষ দলে দলে ভোট দেবে তাও বোধগম্য নয়। কর্নাটকে কংগ্রেসের রাজ্য নেতাদের ভূমিকাই ছিল সেই জয়ের ক্ষেত্রে প্রধান।
এই লড়াইটা ‘মোদি বনাম রাহুল’ হলে যে মোদি বারবার এগিয়ে যাচ্ছেন তা এই তিন রাজ্যের বিধানসভা ভোটে ফের স্পষ্ট হল। আগেও ২০১৯ সালে পরিস্কার তার ফল দেশ দেখেছে। আর বিজেপি এরপরও সেটাই বজায় রাখার চেষ্টা করবে ২০২৪ সালে। কিন্তু ইন্ডিয়া জোট সেটা বুঝতে পারবে? আর পারলেও কি এই ছক ভাঙতে পারবে? কে হবে ইন্ডিয়া জোটের মুখ? বিস্তর দ্বন্দ্ব বা কনফিউশনের পর এই প্রশ্নটা উঠেছে। সেখানে কেজরিওয়াল, মমতা দিদি, অখিলেশ বা অন্য কোনও মুখের আড়ালে রাহুল গান্ধীর ইমেজ ফিকে হলে কংগ্রেস বা বিশেষ করে গান্ধী পরিবার কী সেটা হজম করতে পারবে কোনওদিনও। আগেও তৃতীয় ফ্রন্ট বা জোটের সম্ভাবনায় জল পড়েছে এই একটা ইস্যুকে ঘিরেই।
মোদী সরকারের বিরুদ্ধে তাহলে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে? এ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ইন্ডিয়া এখন দেশের মুখ। আপাতত মুখ্য উদ্দেশ্যে দেশকে বাঁচানো এর মানে বোঝাই যাচ্ছিল মুখ তখনও বাছা হয়নি। এই লজিক বিধানসভা ভোটে চললেও লোকসভা ভোটে চলে কী? ২০২৪ দেশের প্রধানমন্ত্রী বাছাইয়ের নির্বাচন মোদীর মতো এত স্ট্রং শক্তিশালী ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিরোধীদের যিনি হবেন মুখ তাকেও তো ততটাই জনপ্রিয় হতে হবে গোটা দেশে। ১৭ অক্টোবর বড় মিটিং রয়েছে জোট ইন্ডিয়ার। সেখানেই কি ঠিক হতে পারে ২০২৪ সালের বিরোধী মুখ? আর সেটা যদি ফের রাহুল গান্ধী হন তাহলে অনেকটা বেশি অক্সিজেন পাবে বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম