।। প্রথম কলকাতা ।।
Qatar Eight Former Navy Personnel: কাতারে ৮ জন প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ডের ঘটনায় মিলল স্বস্তি। ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ভারত সরকার পুরো বিষয়টির উপর নজর রাখছে। ভারতীয় রাষ্ট্রদূত ৮ জনের সঙ্গে দেখা করেছেন। এছাড়া আপিলের পর এ পর্যন্ত বিষয়টি নিয়ে আদালতে দুটি শুনানি হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “কাতারে আটজন প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ডের মামলায় আমাদের আপিলের দুটি শুনানি হয়েছে। আমরা বিষয়টি নজরে রাখছি এবং সব ধরনের আইনি সহায়তা দিচ্ছি। রবিবার (৩ ডিসেম্বর) কারাগারে থাকা আটজনের সঙ্গে দেখা করার জন্য আমাদের রাষ্ট্রদূত কনস্যুলার অ্যাক্সেস পান। এটি একটি স্পর্শকাতর বিষয়, তবে আমরা যা করতে পারি তাই করব”।
অরিন্দম বাগচি আরো বলেন, COP28-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে দেখা করেছিলেন। এতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ নিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং বিন হামাদ আল-থানির মধ্যে আলোচনা হয়েছে। যদিও প্রধানমন্ত্রী মোদী এবং হামাদ আল-থানির মধ্যে কী কথা হয়েছিল সেই বিষয়ে অরিন্দম বাগচি কিছু বলেননি। মনে করা হচ্ছে, থানির সামনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জন প্রাক্তন নৌসেনার প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
কাতার ভিত্তিক আল দাহরা কোম্পানিতে কাজ করা আট প্রাক্তন মেরিনকে কথিত গুপ্তচরবৃত্তির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কাতার। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে, এই সিদ্ধান্তে হতবাক। ভারত এই বিষয়ে সমস্ত আইনি দিক খতিয়ে দেখছে। ভারত সরকার তাদের দেশে ফেরার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার তারই প্রতিফলন ঘটল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম