।। প্রথম কলকাতা ।।
Messenger new features: মেসেজিং পরিষেবা বা প্লাটফর্মগুলোতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর জন্য মেটা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। মেটার তরফ থেকে মার্ক জুকারবার্গ বুধবার ঘোষণা করেছে যে সংস্থাটি মেসেঞ্জার এবং ফেসবুকে ব্যক্তিগত বার্তা এবং কলগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকারিতা যুক্ত করছে। সহজ কথায়, এবার থেকে মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত ফোন বা চ্যাট করার সময় তৃতীয় কোনও ব্যক্তি বা সংস্থার পক্ষে আপনার বা যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর, কোনও তথ্য জানা দুরূহ হয়ে উঠতে চলেছে। খোদ ‘মেটা’ কর্তৃপক্ষও এর পর থেকে এই ধরনের চ্যাটের বিষয়বস্তুর নাগাল পাবে না।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বিকল্পটির কথা ঘোষণা করে ফেসবুক তার ব্লগে বলেছে যে, ২০১৬ সাল থেকে তারা ইউজারদের চ্যাট সুরক্ষিত করার সুবিধা দিয়ে আসছে। এর পর, ২০২১ সালে, ভয়েস এবং ভিডিও কলের জন্য ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করে। ২০২২ সালের জানুয়ারি মাসে, গ্রুপ চ্যাট এবং কলের জন্যও সক্রিয় হয় এই ফিচার। ওই বছরেরই অগাস্টে, ব্যক্তিগত চ্যাটে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ পরীক্ষা শুরু করেছিল মেটা। মেটা এখন ডিফল্টরূপে মেসেঞ্জার জুড়ে ব্যক্তিগত চ্যাট এবং কল এনক্রিপ্ট করবে। তবে সম্প্রতি সময়ে মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলিংয়ের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই এখন সংস্থাটি এই নতুন মোডে কলিং চালু করছে, যার সাহায্যে ইউজারের অডিও এবং ভিডিও কল সুরক্ষিত থাকবে। হ্যাকার বা সাইবার ক্রিমিনালরা কলের অ্যাক্সেস পাবে না।
এর আগে জানানো হয়েছিল, পরীক্ষার অংশ হিসেবে মেসেজ আনসেন্ড করা, ফেসবুক স্টোরিতে এনক্রিপ্টেড চ্যাটের মতো রিপ্লাই দেওয়া এবং মেসেঞ্জারের কল ট্যাবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কল ফিচার চালুর লক্ষ্যে কাজ করছে।
বুধবার মেটা ঘোষণা করেছে যে সংস্থাটি মেসেঞ্জার এবং ফেসবুকে ব্যক্তিগত বার্তা এবং কলগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকারিতা যুক্ত করছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা, যা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের মালিক, এছাড়াও অন্যান্য নতুন গোপনীয়তা বৈশিষ্ট্যগুলিও ঘোষণা করেছে যা ব্যবহারকারীদের তাদের ‘মেসেজিং অভিজ্ঞতা’ নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে।
মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকারিতা সরবরাহ করতে কেন সংস্থার অনেক সময় লেগেছে তা ব্যাখ্যা করে, মেটা বলেছে যে এটি পরিবর্তনটি সঠিকভাবে পাওয়ার জন্য গোটা টিম মেসেঞ্জার বৈশিষ্ট্যগুলিকে গ্রাউন্ড আপ থেকে পুনর্নির্মাণে কাজ করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম