।। প্রথম কলকাতা।।
NCRB : প্রকাশিত হল এনসিআরবি রিপোর্ট ২০২২। সারা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এল ‘সিটি অফ জয়’ কলকাতার নাম! আবারও বাজিমাত করল কলকাতা। এককথায় কলকাতা ছিনিয়ে নিয়েছে অন্যতম নিরাপদ শহরের তকমা। কিন্তু কিসের উপর ভিত্তি করে এনসিআরবি রিপোর্ট এই মূল্যায়ন করে জানা আছে আপনাদের ? আজকের প্রতিবেদনে আলোচনা করবো সেই নিয়েই .. কেন্দ্রের কাছে রাজ্য সরকারগুলি তাদের এলাকায় মামলাগুলির বিষয়ে যে তথ্য শেয়ার করেছেন, তার উপর ভিত্তি করে সর্বশেষ এনসিআরবি ডেটা বলছে, প্রতি লাখ মানুষের মধ্যে কলকাতায় ৮৬.৫ অপরাধ (Cognisable Offences) হয়েছে। দিল্লিতে যেখানে প্রতি লাখ মানুষের মধ্যে অপরাধের হার ১৯৫২.৫ আর কলকাতায় মাত্র ৮৬.৫। পুনেতে এই সংখ্যা ২৮০.৭, হায়দরাবাদে ২৯৯.২। এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে তিলোত্তমা। কলকাতায় এই বিষয়ে বদল নজরে এসেছে এর আগে ২০২০ বা ২০২১ সালের তুলনায় ২০২২ সালে। ১৩,০৬৭টি অপরাধের অভিযোগ নথিবদ্ধ হয়েছিল যেখানে ২০২১ সালে, সেখানে এ বার সেই সংখ্যা ১১,০৩৮। প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের গড় হার সব থেকে কম কলকাতাতেই। শতাংশের বিচারে যার সংখ্যা ৭৮.২। ২০২২ সালে টানা তৃতীয়বারের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর মহানগরী। খুন অপরাধের ক্ষেত্রে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এ বার দেশের ১৯টি প্রধান শহরে অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। যেগুলির জনসংখ্যা অন্তত ২০ লক্ষ। আর এই পরিসংখ্যানের বিচারে অপরাধে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি।
অন্যদিকে, এনসিআরবি এই রিপোর্ট অনুসারে, মহিলাদের সঙ্গে হওয়া অপরাধমূলক ঘটনার নিরিখে গোটা দেশে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের পরে স্থান পেয়েছে তিলোত্তমা।
কী এই এনসিআরবি ?
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই এনসিআরবি। যাতে অপরাধ এবং অপরাধীদের তথ্যের ভান্ডার হিসেবে কাজ করার জন্য তদন্তকারীদের অপরাধীদের সাথে অপরাধের লিঙ্ক করতে সহায়তা করা যায়।
কিসের ভিত্তিতে মূল্যায়ন করে এই এনসিআরবি ?
এককথায় রাজ্যের সামগ্রিক অপরাধের হার নির্ণয় করে এই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবি। জনসংখ্যার নিরিখে দেশের প্রতিটি জায়গায় কত পরিমান অপরাধ হয়ে থাকে তার শতাংশ নির্নয়ের দ্বারা এই রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টেই প্রতি লাখ জনসংখ্যার নিরিখে কলকাতায় অপরাধের সংখ্যা যথেষ্ট কম বলে উল্লেখ করা হয়েছে এই National Crime Records Bureau বা এনসিআরবি রিপোর্ট। রাজ্য সরকার যে তথ্য কেন্দ্রকে সরবরাহ করেছিল তার ভিত্তিতেই এই রেকর্ড তৈরি করা হয়েছিল। এই রিপোর্ট তৈরি হয় মূলত থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে। বর্তমানে কলকাতা পুলিশের আওতায় ৮৩টি থানা রয়েছে। তার মধ্যে ৯টি মহিলা থানা। দুটি সাইবার থানা আর এসটিএফের কেন্দ্র।
খুশির খবর হিসাবে মহিলাদের সুরক্ষার জন্য সবথেকে নিরাপদ শহর যেমন কলকাতা। অন্যদিকে, উদ্বেগের খবর হল অ্যাসিড হামলায় (Acid Attack) বাংলা সবার থেকে এগিয়ে। ২০১৮ সাল থেকে এই নিয়ে টানা ৫ বার শীর্ষে উঠল বাংলার নাম! ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে মোট ২০২টি অ্যাসিড হামলার মামলা রুজু হয়েছে দেশে। যার মধ্যে ৪৮ টি ঘটনা রয়েছে বাংলাতেই। যেখানে উত্তরপ্রদেশে ২০২২ সালে ৩০টি অ্যাসিড হামলার রেকর্ড নথিবদ্ধ হয়েছে।
উল্লেখ্য, বিরোধীদের দাবি, বাংলা থেকে সঠিক হিসেবই দেওয়া হয় না এনসিআরবিকে। তাই সঠিক বিশ্লেষণ ফুটে ওঠেনি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম