।। প্রথম কলকাতা ।।
Dev And Sohom In Pradhan: আট বছর পর বড় পর্দায় বিগেস্ট কামব্যাক দেব-সোহমের। প্রধানে নতুন ধামাল দেখাতে তৈরি শুধু তোমারই জন্য জুটি। আবার দেব-সোহমকে এক ছবিতে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। আপনারা তো জানেন, দেব সোহমের বন্ধুত্ব দীর্ঘদিনের। সোহমের মতে, সেই বন্ধুত্বের প্রতিফলন ঘটেছে এই ছবিতে। তাই চরিত্র যতটুকুই হোক তা দর্শক মনে দাগ কাটবে। দেবেরও মত তেমনটাই। তাঁর মতে, দুই বন্ধু যেন দুই ভাই। এই বন্ডিংটাই প্রধানের কেমিস্ট্রি। সেই সঙ্গে রাজনীতির সঙ্গে অভিনয়কে সমান্তরালে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কি বললেন দেব?
সালটা ছিল ২০১৫। ওই বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল বাংলার ব্লকবাস্টার মুভি ‘শুধু তোমারই জন্য’। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেব-মিমি ও শ্রাবন্তী-সোহম। একটু অন্য ধরনের প্রেমের গল্পের আদলে পরিচালক বিরসা দাশগুপ্তের নির্দেশনায় তৈরি হয়েছিল এই ছবি। পরিস্থিতি কী ভাবে সম্পর্কের সমীকরণ বদলে দেয় সেটাই ছিল শুধু তোমারই জন্য গল্পের প্রেক্ষাপট। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল দেব-সোহমের শুধু তোমারই জন্য। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে আট বছর। বড় পর্দায় ফিরছে পুরনো জুটির নস্ট্যালজিয়া। সৌজন্যে নতুন বাংলা ছবি প্রধান। ন্যায়ের পথে দেব, হাত ধরলেন সোহম। মুক্তি পেল ‘প্রধানে’র ট্রেলার।
টনিক ও প্রজাপতির পর এবার অভিজিৎ সেনের হাত ধরে পর্দায় ‘প্রধান’। ‘বাঘা যতীন’ ও ‘ব্যোমকেশ’-এর পর রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় দেব। কয়েক মিনিটের ট্রেলারে রইল পরতে পরতে রয়েছে চমক। আট বছর পর অনস্ক্রিনে ফের দেবের সঙ্গে সোহমকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলেই। বড়দিনের উপহার হিসাবে প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রধান। ছবিতে দেব ও সোহমকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায়।
এছাড়া অনান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডু, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, অনিবার্ণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসুর মতো অভিনেতা-অভিনেত্রীদের। এই ছবির হাত ধরেই অনেকদিন পর রূপোলি পর্দায় ফিরছেন পৌরমাতা অনন্যা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। টনিক, প্রজাপতি সাফল্যের পরে অভিজিৎ সেনের সঙ্গে এটি দেবের তিন নম্বর ছবি। চরিত্র নিয়ে কি বলছেন সোহম? রাজনীতির পাশাপাশি অভিনয়- কীভাবে তাল মেলাচ্ছেন দেব?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম