।। প্রথম কলকাতা ।।
Cyclone Michaung: তাণ্ডব চালাতেই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। যার প্রভাব ভালো মত লক্ষ করা গেছে চেন্নাই এ। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট হতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারী বৃষ্টির একাধিক ভিডিয়ো। জলমগ্ন শহরের একাধিক রাস্তা। বৃষ্টির জল ঢুকে পড়েছে নিচু এলাকার বাড়িগুলিতে। শুধু তাই নয়, ডুবে গেছে গাড়িও। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সোমবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে চেন্নাইয়ে৷ আগাম সতর্কতা হিসেবে চেন্নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস বন্ধ রাখার দেওয়া হয়েছে নির্দেশ।
Flood hits the chennai airport
#ChennaiRains#ChennaiCorporation #ChennaiAirport#Animal #RanbirKapoor @Portalcoin#BiggBoss17 #Melodi #IndianNavyDay #CycloneMichuang #ChennaiFloods #DunkiTrailer #TheBoysS4 #BitcoinETFpic.twitter.com/QS8n6XRxzI— Marcos | ❤️ $AFG (@Moin65786763) December 4, 2023
ভারতের চেন্নাইয়ে তাণ্ডব চালানোর পর শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম এখন অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনসিমা এবং কাকিনাদা জেলায় ঘুর্ণঝড়ের কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে অন্ধ্র ও তামিলনাড়ুর একাধিক জায়গায় শুরু হয়ে গেছে বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে পুকুরে পরিণত হল চেন্নাই বিমান বন্দর। বিপর্যস্ত বিমান চলাচল। বেশ কিছু ট্রেনও বাতিল করে দেওয়া হচ্ছে চেন্নাইয়ে। জলে ভরে যাওয়ায় ১৪টি সাবওয়ে বন্ধ করেছে প্রশাসন। সব মিলিয়ে দুর্যোগ পরিস্থিতি দেখা দিয়েছে চেন্নাইয়ে।
#WATCH | Tamil Nadu | People use boats in West Tambaram CTO colony and Sasivaradhan Nagar area of Chennai as the city continues to face a flood-like situation. #CycloneMichaung pic.twitter.com/74sIaWjqXR
— ANI (@ANI) December 5, 2023
ভারী বৃষ্টির দাপটে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে চেন্নাইয়ের বেশ কয়েকটা এলাকা। বিঘ্নিত ইন্টারনেট পরিষেবাও। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বানভাসি চেন্নাইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পড়বে না। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল আগেই । মৌসম ভবনের তথ্য অনুযায়ী সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জেলায়।
#WATCH | Normal life affected in Chennai due to continuous rain as an effect of #CycloneMichuang pic.twitter.com/Fp5LuXOyRc
— ANI (@ANI) December 4, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম