।। প্রথম কলকাতা ।।
Israel-Hamas war: ইজরায়েলের হয়ে লড়াই করছে অদৃশ্য শক্তি। গাজায় একটা টার্গেটও মিস হচ্ছে না কেন জানেন? ইজরায়েল যাকে ব্যবহার করছে তার শক্তি মারাত্মক-অসীম। গোটা গাজাটাই দাঁড়িয়ে রয়েছে ইঁদুরের গর্তের ওপর। কেন হামাস চেয়েও কিছু করতে পারছে না? হামাস শক্তি আরও দশগুণ বাড়ালেও বোধহয় কিছু করতে পারবে না। কারণ ইজরায়েলের এই যুদ্ধ ইজরায়েলর নয় করছে অন্য কেউ। চাইলেও যেখানে পৌঁছতে পারবে না হামাস। ‘গসপেল’, ‘অ্যালকেমিস্ট’ ‘ডেপথ অফ উইজডমে’র নাম শুনেছেন, না এগুলো কোনো অস্ত্র, হাতিয়ার, সেনা বা ফোর্সের নাম নয়, তাহলে কী? চমকে যেতে ইহুদিদের এমন বুদ্ধিমত্তায় স্যালেলাইট ম্যাপে ওঠা এই ছবিটা দেখুন ভালো করে উত্তর গাজার ভয়ানক ছবি এটা যে জায়গাগুলো লালরঙে রাঙানো সেগুলো অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে।
ইজরায়েলের ফোর্স আইডিএফ বলছে গাজায় হামাসের ব্যবহৃত ৮০০টির মত “সন্ত্রাসী টানেল” পাওয়া গেছে। যার মধ্যে ৫০০টি ধ্বংস করে দিয়েছে তারা। প্রথম কথা এত অ্যাকুরেট হিসেব কিভাবে দিচ্ছে তেল আভিভ? এখানেই প্রথম সন্দেহ হয় এরপর জানা যায় আসল সত্যি। যুদ্ধক্ষেত্রে AI-এর ব্যবহার করছে ইজরায়েল। হ্যাঁ ইজরায়েলের হয়ে এবার আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স করছে যুদ্ধ। এর মানে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স যেমন যেমন আদেশ দিচ্ছে সেখানে সেখানেই পৌঁছে যাচ্ছে IDF। জানা যাচ্ছে ইজরায়েলি সেনার হামলায় গাজায় ১৪ হাজারের উপর মানুষ মারা গেছে। সংখ্যাটা হয়ত দেখতে গেলে আরও অনেকে বেশিই হতে পারে। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স কীভাবে অপারেশন চালাচ্ছে? এর সঙ্গে হামাসের পেরে ওঠা না মুমকিন। বিশেষজ্ঞদের দাবি ২০২১ সালেই ‘অপারেশন গার্ডিয়ানস অফ দ্য ওয়াল’ লঞ্চ করেছিল ইজরায়েল। সেই সময় এআই টুলের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই গাজায় হামলা চালিয়েছিল তেল আভিভ। ইতিহাসে ওই ১১ দিনের লড়াই ‘প্রথম এআই যুদ্ধ’ নামে পরিচিত।
এবার তার দ্বিতীয় ও বড় লেভেলের প্রয়োগ। আইডিএফ ‘গসপেল’, ‘অ্যালকেমিস্ট’ ও ‘ডেপথ অফ উইজডমে’র মতো সিস্টেম ব্যবহার করেছে। আইডিএফ যেগুলি এআইয়ের মাধ্যমে টার্গেটকে চিহ্নিত করেছে ফলে সেখানে হামলা চালানো সহজ হয়ে গিয়েছে ইজরায়েলি সেনার পক্ষে। এর মধ্যে ‘গসপেল’ সবথেকে দ্রুতগতিতে স্বয়ংক্রিয় টুলের সাহায্যে টার্গেটকে চিহ্নিত করতে পারে। গত ২ নভেম্বর আইডিএফ দাবি করে তারা মাত্র ২৭ দিনে ১২ হাজার টার্গেটে হামলা চালিয়েছে। দৈনিক ৪৪৪ আক্রমণ আর এই পুরোটাই সম্ভব করতে পেরেছে এআই।এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে প্রচারিত প্রাথমিক খবরে কনফার্ম করা হয়েছে যে বর্তমানে তারা খান ইউনিসের উত্তরে অভিযান চালাচ্ছে তাই লড়াইটা এবার হামাস ভার্সেস ইজরায়েলর নয়, হামাস ভার্সেস এআই। জেতা কি কোনওভাবে সম্ভব? বরং আরও বড় সর্বনাশ অপেক্ষা করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম