।। প্রথম কলকাতা ।।
IPL: বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে আগামী আইপিএল-এর তোরজোর। ইতিমধ্যেই মিটেছে রিটেনশনের পালা। আসন্ন আইপিএলের জন্য সব দলের প্রস্তুতি প্রায় শেষ। একদিকে ২০২৪ সালের আইপিএল-এর জন্য সব ফ্র্যাঞ্চাইজি যেখানে কোমর বাঁধছে সেই সময় ক্রিকেটাররাও নাম লেখাচ্ছেন আইপিএল-এর জন্য। জানা গিয়েছে দেশি ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে মোট আবেদন জমা পড়েছে ১,১৬৬ জনের। যার মধ্যে ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার। বাকি ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার। তবে এর মধ্যে ক্যাপড খেলোয়াড়ের সংখ্যা ২১২ জন। আগামী ১৯ ডিসেম্বর মিনি নিলামে ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ।
এবারের নিলামে যেমন নতুন মুখ এসেছে তেমনি বাদ গেছেন অনেকেই। এদের মধ্যে অন্যতম হলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। গতবার মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে আট কোটি টাকার বিনিময়ে দলে নেয়। কিন্তু চোটের কারণে গোটা মরশুমেই তিনি খেলতে পারেননি। এবার তাঁকে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর তিনি আর আইপিএলে নাম লেখাননি। বিশ্বকাপে ভাল খেলা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্ররা নাম লিখিয়েছেন। নাম লিখিয়েছেন জশ হ্যাজেলউডও। পুরো আইপিএলে খেলতে পারবেন না তিনি। আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর থাকবে বিশ্বকাপে সফল একাধিক ক্রিকেটারের দিকে।
মিনি নিলামে নজর কাড়তে পারেন এই পাঁচ ক্রিকেটার। পেতে পারেন বড় অঙ্কের চুক্তি। প্রথমেই যে নামটি আসবে সেটি হলো সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড। ২০১৬ ও ২০১৭ সালে আইপিএল মরশুমে ১০টা ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর তিনি আর খেলেননি। এবার তিনি ভালো ফর্মে রয়েছেন। তাই ফ্রাঞ্চাইজিগুলি ট্রেভিস হেডকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে। মিনি নিলামে নজর কাড়বেন বিশ্বকাপের নয়া আবিষ্কার রাচিন রবীন্দ্র। নিজের প্রথম বিশ্বকাপে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। করেছিলেন ৫৭৮ রান। ফলে তাঁকে দলে নিতে চাইবে দলগুলি।
মিনি নিলামে নজর কাড়তে পারেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। তিনি গত মরশুমে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। আইপিএলে ২৭ ম্যাচে নিয়েছেন ৩৫ উইকেট। ডেথ ওভারে পার্থক্য গড়ে দিতে পারেন এই অজি পেসার। ফ্রাঞ্চাইজিগুলির নজরে রয়েছেন আরও এক অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। আট বছর পর আইপিএলে ফিরতে চলেছেন তিনি। পাওয়ার প্লে ও ডেথ ওভারে একাই ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখেন এই অজি পেসার। তার একটি প্লাস পয়েন্ট হলো তিনি বামহাতি পেসার। নজরে রয়েছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা। এবার বিশ্বকাপ না খেললেও তিনি ব্যাট ও বল হাতে ম্যাচের রঙ বদলে দিতে পারেন। তাঁকে এবার নিতে চাইবে দলগুলো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম