।। প্রথম কলকাতা ।।
Talent Hunt in Kolkata: একই ছাদের নিচে অভিনব ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে একসঙ্গে এনে একটু অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করল দা এলিট এন্টারটেইনমেন্ট। সম্প্রতি ৩০ শে নভেম্বর জমজমাট ভাবে সম্পন্ন হল ক্যাটওয়াক ডিস্ট্রিক্ট এর প্রথম সিজনের সাংবাদিক সম্মেলন। এটি মূলত একটি ট্যালেন্ট হান্ট এবং প্যাজেন্ট শো। যেখানে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন জেন্ডার আইডেন্টিটির মানুষের যোগদান করেছিলেন। এই আয়োজনকে অভিনব বললে খুব একটা ভুল হবে না। যার চূড়ান্ত শো অনুষ্ঠিত হবে কলকাতা শহরে, আগামী ৫ থেকে ৯ জানুয়ারি। নতুন বছরের (২০২৪) একদম শুরুতেই হতে চলেছে সেই ফাটাফাটি আয়োজন। যেখানে উপস্থিত থাকবেন টলিউডের নামি নামি তারকা। তালিকায় রয়েছে রণবিজয় সিংহ, মধুরিমা বসাক সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
সম্প্রতি হয়ে যাওয়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী মধুরিমা বসাক, পোশাক শিল্পী অভিষেক রায়, কোরিওগ্রাফার গ্রুমার পিঙ্কি কেনওয়ার্দি, প্রখ্যাত মডেল মাধবীলতা মিত্র, তানভির বেইগ, মহম্মদ শাব্বির বেগ, ইলপা চেয়ারম্যান আকাশ নায়ার দি এলিট ইন্টারটেইনমেন্টের কর্ণধার ফারহান গিলানি, ইরাচ ইন্ডিয়ার তরফে শাহবাজ আহমেদ সহ গণ্যমান্য বহু ব্যক্তি। যাদের উপস্থিতিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি।
আসন্ন এই ট্যালেন্ট হান্ট এবং প্যাজেন্ট শো সম্পর্কে অভিনেত্রী মধুরিমা বলেন, এইরকম অভিনব একটি আয়োজন, যেখানে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ একত্রে যোগদান করেছেন। সেখানে তিনি যুক্ত থাকতে পেরে ভীষণ আনন্দিত।জানুয়ারি মাসে যখন শোয়ের অন্তিম পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানেও বহু গণমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন এবং জাতীয় স্তরের খ্যাতি সম্পন্ন একাধিক ব্যক্তিকে দেখা যাবে এক আসনে। সবটা মিলিয়ে বিষয়টা তার খুব ভালো লাগছে। আশা করছেন, এই শো সকলের প্রশংসা পাবে। অপরদিকে দি এলিট ইন্টারটেইনমেন্টের কর্ণধার ফারহান জিলানি এই বিষয়ে বলেন, এই প্রথমবার এইরকম একটা উদ্যোগ নিয়েছেন। মিস্টার এলিট, মিস এলিট, মিসেস এলিট, এলিট চাইল্ড ও এলিট LGBTQIA+ এই পাঁচ বিভাগের অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আশা করছেন সকলেই এই অনুষ্ঠান উপভোগ করবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম