।। প্রথম কলকাতা ।।
Kaun Banega Crorepati: অমিতাভ বচ্চনের ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শো’য়ের প্রত্যেক এপিসোডের প্রত্যেকটা মুহূর্তে থাকে টানটান উত্তেজনা। প্রশ্নের উত্তর দিলেই হওয়া যায় কোটিপতি। বহু প্রতিযোগী আছেন, যারা কোটিপতি হতে গিয়েও সামান্য ভুলের কারণে ছিটকে যান চূড়ান্ত প্রতিযোগিতার দৌড় থেকে। ঠিক কোটিপতি হওয়ার আগের মুহূর্তে আসা প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হন। তবে এবার মঞ্চে এমন একজন এলেন, যার প্রশংসা করলেন অমিতাভ বচ্চন নিজেই। বয়স কিন্তু এনার বেশি নয়। মাত্র ১৪ বছর। অষ্টম শ্রেণির ছাত্র। হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা ময়ঙ্ক। বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল। কেবিসির মঞ্চে এসে ভাইরাল ময়ঙ্ক। তিনি মনে করেন, পৃথিবীতে জ্ঞানই এমন এক জিনিস যার মূল্য সবাই দেয়।
ময়ঙ্কের বুদ্ধি এবং জ্ঞান দেখে অবাক বিগবি। নিজেই প্রশ্ন করে বসলেন, “আপনি এসব কোত্থেকে পড়েছেন?” এমনকি ময়ঙ্কের বাবা-মাকেও জিজ্ঞাসা করেন, যে এত জ্ঞান কি করে? তার বুদ্ধিতে অবাক দর্শকরা। গোটা দেশ জুড়ে এখন মুখে মুখে ছড়িয়ে পড়েছে ময়ঙ্কের নাম। কেবিসির মঞ্চে পাওয়া গিয়েছে সব থেকে ছোট কোটিপতিকে। এক কোটি টাকা থেকে পৌঁছে গিয়েছে সাত কোটি প্রশ্নে। যদিও শুধু অমিতাভ নয়, শোনা যায় ময়ঙ্কের শিক্ষক শিক্ষিকারা নাকি তার জ্ঞান দেখে অবাক। ক্লাসে ২ দিন পর ঠিক কি পড়ানো হতে পারে, সেই বিষয়ে শিক্ষকদের আগে থেকে জিজ্ঞাসা করে নেন। কেবিসির মঞ্চে তিনি ইতিমধ্যেই তার জ্ঞানের উপর ভরসা করে এক কোটি টাকা জিতে নিয়েছেন। সেই সুখবর টুইটারে শেয়ার করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল। শুভেচ্ছা জানিয়েছেন ময়ঙ্ক এবং তার পরিবারকে।
ময়ঙ্ক কেবিসির মঞ্চে লিখেছেন নতুন ইতিহাস। গত আগস্ট মাসেই শুরু হয়েছে কেবিসির নতুন সিজেন। যেখানে চলছে জুনিয়র স্পেশাল উইক। সেখানে ময়ঙ্ক কোটিপতি হয়ে দারুণ খুশি। বাবা-মাকে জড়িয়ে ধরে জানিয়েছেন, তিনি সত্যি খুব ভাগ্যবান। যে নিজের জ্ঞানের ভান্ডার তুলে ধরতে পেরেছেন কেবিসির মতো মঞ্চে। যেখানে উল্টো দিকে বসেছিলেন অমিতাভ বচ্চন। আর এই সুযোগ পাওয়াটাই অনেক বড় কথা। অমিতাভ বচ্চন তাকে শুরু থেকে অনুপ্রাণিত করেছেন। এত কম বয়সে কোটিপতি হওয়া তার গোটা পরিবারের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আপনার নিশ্চয়ই এতক্ষণ জানতে ইচ্ছা করছে, ঠিক কোন প্রশ্নের উত্তর দিয়ে এক কোটি জিতলেন ময়ঙ্ক। প্রশ্ন ছিল, কোন ইউরোপীয় মানচিত্রকার সদ্য আবিষ্কার করা মহাদেশের ম্যাপ তৈরি করেছিলেন, যেখানে উপরে লেখা ছিল আমেরিকা। সঠিক উত্তর মার্টিন ওয়ার্ল্ডসিমুলার। যা সঠিকভাবে বলতে পেরেছেন ময়ঙ্ক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম