।। প্রথম কলকাতা ।।
Pink Lips Tips: আচ্ছা, গোলাপি ঠোঁট কার না পছন্দের বলুন তো। কিন্তু সবার ঠোঁট গোলাপী হয় না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে।তবে ঠোঁটে কালো ছোপ থাকলে সেটা ঘরোয়া উপায়ে দুর করা কিন্তু যায়। সেই টোটকাগুলি নিয়মিত ফলো করলে আপনিও পাবেন একদম গোলাপি ঠোঁট। কি সেই টোটকা? ঝট পট জেনে নিন
নিত্যদিনের কাজ কর্মের মধ্যে রূপ চর্চার সময় পেলেও বহু মহিলাই ঠোঁটের দিকে নজর দেওয়ার সময় পান না। অথচ সকলেই চান নিজের ঠোঁট যেন গোলাপি হয়। অনেক মহিলা রয়েছেন, যাঁরা বহুদিন ধরে ঠোঁটের কালোভাব সরিয়ে দিতে বহু প্রসাধনী ব্যবহার করেও ফল পাননি।কিন্ত গোলাপি ঠোঁট পেতে কোনো দামি পণ্য ব্যবহার করার দরকার নেই, শুধু মাথায় রাখতে হবে কিছু প্রাথমিক দিক।মুখ-হাত-পা-গলার যত্ন নেওয়ার পাশাপাশি আপনার ঠোঁটেরও যত্ন নিন। ঠোঁটের যত্নের জন্য আপনাকে অবশ্যই কিছু ঘরোয়া টিপস এবং কৌশল ব্যবহার করতে হবে। সেই কৌশলগুলিই আজ আপনাদের সাথে শেয়ার করবো।
অত্যধিক প্রসাধনী ব্যবহার করায় তার মধ্যে থাকা কেমিক্যাল ঠোঁটকে কালো করে দেয়। লেবুতে থাকা ভিটামিন সি ঠোঁটের কালো ভাব দূর করে। লেবু ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকে প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের দাগ দূর করতেও দারুন কার্জকরী । ঠোঁটের কালচে ভাব দূর করতে লেবু ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে ঘুমানোর আগে ঠোঁটে লেবু ঘষতে হবে এবং পরদিন সকালে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এছাড়াও এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার ঠোঁটে লাগান এবং প্রায় এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। লেবু ঠোঁটের কালচে ভাব কমাতে সাহায্য করে। মধু ত্বককে ময়শ্চারাইজ করে।
এক চামচ দুধে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এই পেস্টটি আপনার ঠোঁটে লাগান এবং কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মিশ্রণটি নিয়মিত লাগাতে হবে।
ঠোঁটের কালচে ভাব দূর করতে অ্যালোভেরা জেল ভীষণ কার্যকর। অ্যালোভেরা জেলের অনেক ঔষধি গুণ রয়েছে যা ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। রোজ স্নানের পর ঠোঁটে অল্প করে অ্যালোভেরা জেল ঘষতে পারেন।
গোলাপ জল হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তুলোর সাহায্যে আপনার ঠোঁটে গোলাপ জল লাগান এবং কিছুক্ষণ পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
ঠোঁটের কালচে ভাব দূর করতে নারকেল তেল ব্যবহার করুন। নিয়মিত নারকেল প্রয়োগ করলে ঠোঁটের রং পরিষ্কার হয়ে যায়।ঘুমোতে যাওয়ার আগে লাগাতে পারেন।
ঠোঁটের কালচে ভাব কমাতে শসার রস ব্যবহার করা যেতে পারে। ভালো ফলাফল পেতে শসার রসের সাথে মিশিয়ে অ্যালোভেরা জেল লাগান।
ঠোঁট গোলাপি রাখার জন্য আরও একটা দারুণ উপকারী জিনিস হলো বিটের রস। শুধু ঠোঁট গোলাপি রাখাই নয়, ঠোঁটকে সূর্যের আলো থেকে হওয়া বিভিন্ন সমস্যার হাত থেকেও বাঁচায় বিট। প্রত্যেকদিন অল্প করে বিটের রস ঠোঁটে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এই টিপস গুলি যদি আপনি ফলো করতে পারেন তবে আপনার ঠোঁট হবে একদম কোমল সেই সাথে গোলাপি। ঠোঁটের জন্য আর কোনও প্রসাধনী কেনার কোনও প্রয়োজন পড়বে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম