।। প্রথম কলকাতা ।।
Visa Free Foreign Tour: বছর শেষে বিদেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! বিদেশে ঘুরতে যাওয়া মানেই তো পাসপোর্ট ভিসা লাগবে আর ভিসা পাওয়া মানেই তো যত সমস্যা হয়। কত মানুষ রয়েছেন যারা ভিসার জন্য অন্য দেশে যেতেই পারেন না। সোশ্যাল মিডিয়ায় আত্মীয় বন্ধুদের ছবি দেখে মন খারাপ করে বসে থাকেন অনেক সময় এমন হয় টিকিট কেটে শেষ মুহূর্তে শুধুমাত্র ভিসার সমস্যার জন্য ট্যুরটাই বাতিল করে দিতে হয়। এবার থেকে একটি দেশে আপনারা যেতেই পারবেন অনায়াসে, যেখানে লাগবে না ভিসা। ভিসা ছাড়াই ওই সুন্দর দেশটি ঘুরে আসতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না বিশ্বের ৫৮ টি দেশে ভিজা ছাড়া ডোকার সুবিধা পান ভারতীয়রা।
বিশ্ব পাসপোর্ট সূচকে ভারতের স্থান একটু কমলেও ভিসা ছাড়া যাওয়া যায় এমন দেশের সংখ্যা কিন্তু বেড়েছে এবার সেই তালিকায় জুড়লো কোন দেশের নাম? জানেন আরো এক দেশ ভারতীয়দের জন্য বিনা বিজয় প্রবেশের দরজা খুলে দিল। ভাবছেন কোন দেশ! এমনকি ৩০ দিন অবধি থাকতেও পারবেন কোনো ভিসার প্রয়োজন পড়বে না। পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মালয়েশিয়া।এদেশের প্রচুর ভারতীয় পর্যটক যান। বলা যেতে পারে বিদেশে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা মালয়েশিয়া। আর্থিক উপার্জন অনেকাংশে নির্ভর করে পর্যটন শিল্পের উপর। ভারত কিন্তু সেই উপার্জনের অন্যতম বড় উৎসব।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান ভারত ও চীনের নাগরিকদের জন্য মালয়েশিয়ায বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেবে। একটা বিষয় মাথায় রাখতে হবে যারা ঘুরতে যাবেন তারা নিজেদের প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন। মালয়েশিয়ার কোথায় কোথায় ঘুরবেন তার তালিকা এবং পর্যাপ্ত অর্থ থাকতে হবে। কারণ কর্তৃপক্ষের কাছে প্রমাণ করতে হবে যে আপনি ঘুরতে এসেছেন। আর একটা বিষয় আপনাকে সঙ্গে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে যেন থাকে ফেরার টিকিট। রেজিষ্টন প্রক্রিয়াটি মালয়েশিয়া যাওয়ার তিন মাস আগে করে রাখতে হবে। সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে চলতি বছরে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মালয়েশিয়ায় ৯.১৬ মিলিয়ন অর্থাৎ ৯০ লক্ষের বেশি পর্যটন গিয়েছেন। ভারত থেকে ২ দক্ষ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক ছিল।
সম্প্রতি থাইল্যান্ড ও পর্যটন শিল্পকে মজবুত করতেও দেশের অর্থনীতির বৃদ্ধির জন্য ভারতের নাগরিকদের চলতি বছরে ভিসায়য় ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন। অন্যদিকে ভিসা ফি বাতিল করার সঙ্গে ভারতের জন্য ভিসা উন্নত করার পরিকল্পনা রয়েছে মালয়েশিয়ার। ছয়টি দেশ যথাক্রমে মালয়েশিয়া ফ্রান্স জার্মানি স্পেন ইতালি নেদারল্যান্ডস চীন সহ ভারত বিনা ভিসায় মালয়েশিয়ায় ভ্রমণে যেতে পারবে। আপনারা কি জানেন পর্যটন টানতে মালয়েশিয়ায় পথেই হাঁটছে তার প্রতিবেশী থাইল্যান্ড। সেখানেও ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
থাইল্যান্ড সরকার জানিয়েছে চলতি বছরের দশই নভেম্বর থেকে ২০২৪ সালের ১০ই মে পর্যন্ত বিনা খরচে ভিসা পাবেন ভারতীয়রা। মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের ভিসা ফ্রি ৩০দিন, চাইলেই ঘুরে আসতে পারবেন পড়শী দেশে। সেক্ষেত্রে ওই দেশে ঢোকার আগে পর্যটকদের কোনো অপরাধ বা হিংসার সঙ্গে নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে নির্দিষ্ট কিছু বিমানবন্দর অথবা প্রবেশ পথ দিয়ে সে দেশে গেলে তবেই এই নিয়ম প্রযোজ্য হবে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে পর্যটনে জোর দিতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম