।। প্রথম কলকাতা ।।
Kolkata Book Fair 2023: বইপ্রেমীদের জন্য দারুন খবর। ২০২৩ এর আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে ৩০শে জানুয়ারি। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সেজে উঠবে কান্ট্রি স্পেন থিমে। কোনায় কোনায় ফুটে উঠবে স্প্যানিশ সংস্কৃতির ছোঁয়া। মেলা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে বইমেলা বাতিল হয়ে যায়। তারপর ২০২২ এ নতুন রূপে সেজে উঠেছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রাঙ্গণ। যেখানে জড়ো হয়েছিলেন প্রায় ২২লক্ষ বই প্রেমিক। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বই বিক্রির পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা। এবারেও আশা করা হচ্ছে, ২০২৩ এর বইমেলায় বইপ্রেমীদের সংখ্যা আগের সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে।
‘বইমেলা প্রাঙ্গণ’ লোগোটি অঙ্কন করেছেন প্রথিতযশা চিত্রশিল্পী শ্রী শুভাপ্রসন্ন। প্রতি বছরের মত ২০২৩ এর বইমেলাতেও স্পেন ছাড়া অংশগ্রহণ করবে বিভিন্ন দেশ এবং ভারতের বহু রাজ্যের প্রকাশনা সংস্থা। পাশাপাশি থাকবে প্রচুর লিটল ম্যাগাজিন। এই বইমেলার আরেকটি বিশেষ আকর্ষণ হল, নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। যা অনুষ্ঠিত হবে ৯ই ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৩ এর আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রত্যেক মুহূর্তের ভার্চুয়াল উপস্থিতি থাকবে গিল্ডের ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ায়। বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।
২০০৬ সালে আন্তর্জাতিক কলকাতার বইমেলা সেজেছিল ইউরোপের স্পেনকে কেন্দ্র। তখন কলকাতা বিশ্ববিদ্যালয় আর ভারতের স্প্যানিশ দূতাবাসের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। তারপর থেকেই কলকাতায় বিদেশী ভাষা হিসেবে স্প্যানিশের বিশেষ গুরুত্ব বেড়েছে। শুরু হয়েছে স্প্যানিশ ভাষার ডিপ্লোমার আন্তর্জাতিক পরীক্ষা ডিইএলই। যার পরিচালনা করে স্পেন সরকারের ইনস্টিটিউট অফ সার্ভেন্তেস। আবারো ২০২৩ সালে একই থিমে সাজবে বইমেলা প্রাঙ্গণ। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে বইমেলার সূচি ঘোষণা করা হয়। এখানে উপস্থিত ছিলেন গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, গিল্ড সভাপতি সুধাংশু শেখর দে-এর পাশাপাশি স্পেনের রাষ্ট্রদূত খোশে মারিয়া রিদাও দোমিনিগেজ।
আর মাত্র ২ মাসের অপেক্ষা, তারপরেই ৪৬তম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে শুরু হয়ে যাবে বইপ্রেমিকদের কোলাহল। ইতিমধ্যেই সাজো সাজো রব উঠেছে সেন্ট্রাল পার্কে। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকবেন গণ্যমান্য বহু ব্যক্তি। মেলা প্রাঙ্গণ সেজে উঠবে ১৭ বছরের পুরনো থিমে। মেলা চলাকালীন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। তিলোত্তমার বুকে মুক্ত মঞ্চে তৈরি হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠান মিস করবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম