।। প্রথম কলকাতা ।।
বিশ্ববাজারে চমক দিতে নামছে Xiaomi 13 সিরিজ। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে দারুণ আশাবাদী শাওমির চিফ এক্সিকিউটিভ অফিসার লেই জুন। ডিসেম্বর ১ তারিখে লঞ্চ হবে এই স্মার্টফোন। এই সিরিজের অধীনে লঞ্চ হবে দুটি মডেল Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। তবে লঞ্চের কিছু ঘন্টা আগেই বড় ঘোষণা করল শাওমি।
শাওমির সিইও এর দাবি, Xiaomi 13 সিরিজের ব্যাটারি Apple iPhone 14 Pro Max এর থেকেও ভালো। চীনের সোশ্যাল মিডিয়া মাধ্যম Weibo-তে এই কথা জানিয়েছেন তিনি। তাঁর মতে তিনি ব্যাটারি লাইফের চেয়ে ফোনের ঘনত্ব এবং গ্রিপ নিয়ে বেশি চিন্তিত ছিলেন। এর কারণ হল বড় ক্ষমতার ব্যাটারি ফোনে অনেকটা জায়গা দখল করে বসে। ফলে সেটির ঘনত্ব কমে যায়। কিন্তু তিনি নিশ্চিত করেছেন, দুর্দান্ত ব্যাটারি লাইফের পাশাপাশি এটি ভালো গ্রিপ এবং ঘনত্ব অফার করবে।
টেক দুনিয়ায় গুঞ্জন, Xiaomi 13 সিরিজ 4,500mAh ব্যাটারির সাথে আসতে পারে। যেখানে iPhone 14 Pro Max এ রয়েছে 4323mAh ব্যাটারি। তিনি এও বলেছেন, আমরা এমন একটি সমাধান খুজছিলাম যেখানে একটি স্মার্টফোন খুব সহজে দু দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। অবশেষে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বিভাগ এই সমাধান খুঁজে পেয়েছে।
১লা ডিসেম্বর Xiaomi 13 সিরিজের পাশাপাশি Watch S2 এবং বহু প্রতীক্ষিত Buds 4 TWS ইয়ারবাড লঞ্চ করবে শাওমি। সংস্থা জানিয়েছে এই স্মার্টফোনের সাথে উন্মোচিত হবে নতুন Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টেম।
Xiaomi 13 সিরিজের সম্ভাব্য স্পেকস
এই স্মার্টফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর। 12 জিবি পর্যন্ত Ram সাপোর্ট করবে। টেক সংবাদ মাধ্যম বিজিআরডটইন জানিয়েছে, Xiaomi 13 স্মার্টফোনে 6.2 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে সঙ্গে 120hz রিফ্রেস রেট।
প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকবে 50 মেগাপিক্সেল Sony IMX 800। এই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনর (OIS) সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। ফ্রন্টে মিলতে পারে একটি 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। চার্জিংয়ের ক্ষেত্রে 120W ফাস্ট চার্জিং দেখা যেতে পারে।