।। প্রথম কলকাতা ।।
Bangladesh Election: বাংলাদেশের মাটিতে বিদেশি পরাশক্তি গুলো ভূরাজনৈতিক দড়ি টানাটানি এক্কেবারে নতুন নয়। এবার রাশিয়া আর যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের নির্বাচনের আবহ। বাংলাদেশের নির্বাচন নিয়ে নানান প্রসঙ্গে বারংবার কথা বলেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মানবাধিকার ইস্যুতে। এমনকি চাপিয়েছে নিষেধাজ্ঞা। আর সেটা কিছুতেই মেনে নিতে পারছে না রাশিয়া। যুক্তরাষ্ট্রের এহেন আচরণকে দেগে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ বলে। মাঝে আর মাত্র কয়েকটা মাস মাত্র। ২০২৪ এর ৭ জানুয়ারি হতে চলেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। গত বছরেও ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে নানান টানাপোড়েন দেখা গিয়েছিল শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে। তখন বিশেষজ্ঞ মহল মনে করেছিল, বাংলাদেশ ভূরাজনৈতিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হয় তো বাংলাদেশকে নিজেদের আয়ত্তে রাখতে চাইছে বিশ্বের এই দুই শক্তিধর রাষ্ট্র। তখনও একে অপরের দিকে ছুঁড়ে দিয়েছিল পাল্টা বক্তব্য। মাঝে সেই বিতর্কে কিছুটা ছেদ পড়লেও, আবার নতুন করে শুরু জলঘোলা।
রাশিয়ার মন্তব্য, বিদেশিদের সহযোগিতায় ছাড়াই বাংলাদেশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম। বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। এমনটাই অভিযোগ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার। রাশিয়ার মতে, অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিরোধীদের এক বৈঠকের খবর পাওয়া গিয়েছে। যেখানে বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোপ সংঘটিত করার পরিকল্পনা হয়েছে। যদিও ঢাকায় থাকা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না। উপরন্তু শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু, নির্বাচন চায়। ইচ্ছাকৃত ভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে।
বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্য কিছুতেই মেনে নিতে পারছেন না। বিএনপি’র মতে, এই ধরনের বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র সহ মানুষের অনুভূতিতে আঘাত করছে। যে মুহূর্তে বাংলাদেশের জনগণ একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার মুখপাত্রের বক্তব্য সাংঘর্ষিক। দেশটাতে এখন টানটান উত্তেজনা। বিএনপি এখনো পর্যন্ত তফসিল মেনে নেয়নি। নিজেদের সিদ্ধান্তেই অনড়। সাফ জানিয়ে দিয়েছে, তারা নিরপেক্ষ সরকার না হলে নির্বাচনে যাবে না। অপরদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী হতে চলেছে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীদের মনোনয়ন দেওয়া শুরু করে দিয়েছে। এসবের মাঝেই আবার নতুন করে বাংলাদেশের মাটিতে শুরু হল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তুমুল বিতর্ক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম