।। প্রথম কলকাতা ।।
বাতিল শাড়ির পাড় দিয়েই রোজগারের নতুন সুযোগ। অনেক শাড়িরই ভেতর থেকে পাড়ের কাজ বেশি সুন্দর হয়। সেই কাপড়ের পাড় কেটে কী করা হয় জানেন? আপনার পুরনো শাড়ি দিয়ে কত মানুষ ব্যবসা করছে এগুলো সংগ্রহ করাই এজের কাজ। একেকটা পাড় থেকে পাবেন ৫০০ টাকা। ভাবতে পারছেন! তাই কাপড় ফেলে না দিয়ে এভাবে কাজে লাগান। আপনার ঘরেও বাড়তি আয় হবে। বড় বড় টেলারিংয়ের দোকানে খোঁজ নিলেই জানতে পারবেন পুরনো শাড়ির পাড় কী কী কাজে লাগে? নানা রঙের নানা বাহারেরে শাড়িতে নিজেকে সাজান। কেনার সময় শাড়ির পাড়ের দিকেই সবার আগে নজর দেন। বাতিল শাড়ি থেকে পাড় ছিঁড়ে নানাভাবে ব্যবহার করা যায়।
কাপড়ের পাড় কেটে জমিয়ে অনেকেই পাপস তৈরি করেন। বিনুনির মতো পাকিয়ে পাকিয়ে এভাবে তৈরি হয়। এছাড়াও কুচি দিয়ে দিয়ে দিয়েও বানানো হয়। চকচকে কাপড় দিয়ে তৈরি বলে নজর কাড়বেই ক্রেতাদের এভাবেই অনেকেই ব্যবসা শুরু করেছেন। আপনি শাড়ির পাড় কেটে ঘরেই বানিয়ে নিতে পারেন সুন্দর আসন শুধু কী তাই আপনার শাড়ির পাড় কেটেও অনেক দোকানে বিক্রি করা হয়। মোটামুটি ১০০ টাকা থেকে ৫০০ টাকা প্রতি মিটার দাম হয়। অনেকেই ব্লাউজে বা শাড়িতে আবার চুড়িদারে পাড় বসাতে চান। তাই বাজারে এর চাহিদা রয়েছে। অনেকে কাপড় কিনে এনে নিজেরাই পোশাক বানান। তারাও পছন্দ মতো এই পাড় জমিয়ে রেখে ব্যবহার করতে পারেন। কাপড়ের ব্যাগেও পাড় বসিয়ে দিলে দারুণ দেখতে লাগবে। দেয়ালে লাগানো কার্পেট বা কাপড়ের ওয়াল হ্যাঙ্গিং লাগাতে পারেন কাপড়ের পাড়।
বাড়িতে বহুদিন থেকে রাখা পুরনো বেনারসি, কাতান শাড়ি, শাড়ির পাড় ফ্রেমে বাঁধিয়েও লাগাতে পারেন অতিথিদের নজর কাড়বেই। শাড়ির পাড় কেটে কেটে দোপাট্টাও বানানো হয়। শুধু তো শাড়ির পাড় দিয়ে নয়। অনেক সময়ে পুরনো শাড়ির অনেকটা অংশ পিঁজে যায় বা হালকা ছিঁড়ে ছিঁড়ে যায়। সেই অংশগুলো বাদ দিয়ে যা পরে থাকে, তাতে কুর্তি বা ওড়না বানানো সম্ভব হয় না। সে ক্ষেত্রে সাহস করে ঠাকুমার শাড়ি দিয়ে বানিয়ে ফেলতে পারেন ক্রপ টপ। পুরনো জামদানি শাড়ির ক্রপ টপ আপনার লুকটাই বদলে দেবে। পুরনো শাড়ি দিয়ে বাসন কেনার চল ছিল একটা সময়ে। এখন তো তাদেরও দেখা মেলে না। তবে একটু বুদ্ধি করে পুরনো পোশাক দিয়ে ঘরের অনান্য প্রযোজনীয় সরঞ্জাম বানানো যেতে পারে। এখন হচ্ছে রিসাইকেলের যুগ। তাই পুরনো কিছু ফেলে না দিয়ে বরং সেগুলোকে অন্যভাবে কাজে লাগান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম